State Government: অ্যাম্বুলেন্স চালকদের 'দাদাগিরি'! সালারের ঘটনায় কড়া ডোজ দিতে চলেছে রাজ্য সরকার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
State Government: কোন চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার নির্দিষ্ট নাম না জানা গেলেও গোটা ঘটনা তদন্ত পুলিশকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
কলকাতা: মুর্শিদাবাদে সালারের অ্যাম্বুলেন্স চালক রোগীকে না নেওয়ার অভিযোগকে ঘিরে কড়া মনোভাব সরকারের। পুরো বিষয়টিতে বিএমওএইচকে অভিযোগ জানানোর নির্দেশ। কোন চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার নির্দিষ্ট নাম না জানা গেলেও, গোটা ঘটনা তদন্ত পুলিশকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ জেলা প্রশাসন এই ঘটনায় বিএমওএইচকে এফআইআর করতে বলেছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের সালারে কিডনি সমস্যায় ভুগছিলেন স্থানীয় এক মহিলা।
advertisement
সরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে চিকিৎসকরা তাঁকে কলকাতায় রেফার করেন। তখন তাঁরা অ্যাম্বুলেন্সের জন্য পরিচিত একজনকে আনেন। পরিচিত অ্যাম্বুলেন্স আসতেই সেখানকরা পরিস্থিতি উত্তাল হয়ে যায়।
advertisement
অভিযোগ, হাসপাতালে সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চালকরা তাঁদের বাধা দেন। চালকদের ঠিক করে দেওয়া দাম মেটাতে বলা হয়। সেটা না মানা হলে রোগীর পরিচিতদের অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। সেই সময়ে রোগী অসুস্থ হয়ে যান। তার পরেই তাঁর মৃত্যু হয়। এর পরেই মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার জেরে কড়া মনোভাব দিচ্ছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 2:41 PM IST