State Government: অ্যাম্বুলেন্স চালকদের 'দাদাগিরি'! সালারের ঘটনায় কড়া ডোজ দিতে চলেছে রাজ্য সরকার

Last Updated:

State Government: কোন চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার নির্দিষ্ট নাম না জানা গেলেও গোটা ঘটনা তদন্ত পুলিশকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

কড়া ডোজ দিতে চলেছে রাজ্য সরকার
কড়া ডোজ দিতে চলেছে রাজ্য সরকার
কলকাতা: মুর্শিদাবাদে সালারের অ্যাম্বুলেন্স চালক রোগীকে না নেওয়ার অভিযোগকে ঘিরে কড়া মনোভাব সরকারের। পুরো বিষয়টিতে বিএমওএইচকে অভিযোগ জানানোর নির্দেশ। কোন চালক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার নির্দিষ্ট নাম না জানা গেলেও, গোটা ঘটনা তদন্ত পুলিশকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ জেলা প্রশাসন এই ঘটনায় বিএমওএইচকে এফআইআর করতে বলেছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের সালারে কিডনি সমস্যায় ভুগছিলেন স্থানীয় এক মহিলা।
advertisement
সরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে চিকিৎসকরা তাঁকে কলকাতায় রেফার করেন। তখন তাঁরা অ্যাম্বুলেন্সের জন্য পরিচিত একজনকে আনেন। পরিচিত অ্যাম্বুলেন্স আসতেই সেখানকরা পরিস্থিতি উত্তাল হয়ে যায়।
advertisement
অভিযোগ, হাসপাতালে সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চালকরা তাঁদের বাধা দেন। চালকদের ঠিক করে দেওয়া দাম মেটাতে বলা হয়। সেটা না মানা হলে রোগীর পরিচিতদের অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। সেই সময়ে রোগী অসুস্থ হয়ে যান। তার পরেই তাঁর মৃত্যু হয়। এর পরেই মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার জেরে কড়া মনোভাব দিচ্ছে রাজ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Government: অ্যাম্বুলেন্স চালকদের 'দাদাগিরি'! সালারের ঘটনায় কড়া ডোজ দিতে চলেছে রাজ্য সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement