বেসরকারি হাসপাতালের বিল দেখে মাথায় হাত? এবার কড়া পদক্ষেপ রাজ্যের! বিধানসভায় পেশ হল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট সংশোধনী বিল

Last Updated:

Private Hospital Bill: রাজ্য সরকার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির অতিরিক্ত বিল নিয়ন্ত্রণে নতুন আইন পেশ করেছে। রোগীর পরিবারের সম্মতি ছাড়া অতিরিক্ত খরচ আদায় নিষিদ্ধ হবে।

বাড়তি খরচের একটি বিস্তারিত বিল ও যুক্তিসহ ব্যাখ্যা হাসপাতালকে দিতে হবে।
বাড়তি খরচের একটি বিস্তারিত বিল ও যুক্তিসহ ব্যাখ্যা হাসপাতালকে দিতে হবে।
বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির ‘অতিরিক্ত বিল’-এর দৌরাত্ম্যে লাগাম টানতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। চলতি বিধানসভা অধিবেশনে পেশ হল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট (রেগুলেশন) সংশোধনী বিল। সংশোধনীটি আইনে পরিণত হলে রোগীর পরিবারকে আর যেন অতিরিক্ত আর্থিক চাপে পড়তে না হয়, সেদিকেই নজর দিচ্ছে সরকার।
সরকারি সূত্রে জানা গেছে, সংশোধনী বিলে স্পষ্টভাবে উল্লেখ থাকছে—হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে যে চিকিৎসা প্যাকেজের কথা জানাবে, চিকিৎসা সেই নির্দিষ্ট প্যাকেজের মধ্যেই রাখতে হবে। যদি চিকিৎসার খরচ প্যাকেজ ছাড়িয়ে যায়, তবে তা লিখিতভাবে রোগীর পরিবারকে জানাতে হবে এবং তাঁদের লিখিত সম্মতি নিতে হবে। পাশাপাশি, বাড়তি খরচের একটি বিস্তারিত বিল ও যুক্তিসহ ব্যাখ্যা হাসপাতালকে দিতে হবে।
advertisement
advertisement
সংশোধনী বিলটি পাশ হলে, রাজ্যের সমস্ত নথিভুক্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার এই আইনের আওতায় আসবে। কেউ আইন না মানলে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement

রোগীর পরিবারের অভিযোগ, বাড়তি টাকার বোঝা

ছোটখাটো অপারেশন কিংবা নির্দিষ্ট রোগের চিকিৎসার ক্ষেত্রেও প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। অনেক সময় মূল রোগের পাশাপাশি আনুষঙ্গিক রোগের চিকিৎসার বিল প্যাকেজে জুড়ে দেওয়া হয়, অথচ রোগীর পরিবারকে সময়মতো কিছুই জানানো হয় না। ফলে বিল মেটাতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
advertisement
এছাড়াও, অপ্রয়োজনে আইসিইউ বা ভেন্টিলেশনে রাখার অভিযোগও বারবার উঠেছে। এসব ক্ষেত্রে নতুন আইন কার্যকর হলে রোগীর পরিবার অনেকটা স্বস্তি পাবে বলে আশাবাদী রাজ্য সরকার।

হাসপাতালগুলির পাল্টা যুক্তি

হাসপাতালগুলির দাবি, রোগের চিকিৎসায় মাঝেমধ্যে আনুষঙ্গিক খরচের প্রয়োজন হয়। অনেক সময় চিকিৎসা চলাকালীন অন্য সমস্যা ধরা পড়লে, সেই অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা বা চিকিৎসা করতে হয়, যার ফলে খরচ বেড়ে যায়।
advertisement
তবে সরকারের স্পষ্ট বার্তা—রোগী ও তাঁর পরিবারের সম্মতি ছাড়া কোনওভাবেই অতিরিক্ত অর্থ আদায় চলবে না। সংশোধনী বিলটি আইন হিসেবে কার্যকর হলে স্বচ্ছতা বাড়বে, রোগীর অধিকারের সুরক্ষা নিশ্চিত হবে এবং চিকিৎসার নামে অতিরিক্ত আর্থিক শোষণের পথ অনেকটাই রুদ্ধ হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেসরকারি হাসপাতালের বিল দেখে মাথায় হাত? এবার কড়া পদক্ষেপ রাজ্যের! বিধানসভায় পেশ হল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট সংশোধনী বিল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement