বর্ষায় সাপের ভয়? বেজির চেয়েও এই গাছগুলো বেশি ভয় পাওয়ায় সাপকে! বাড়ির চারপাশে লাগান, সাপ লেজ তুলে পালাবে!

Last Updated:
বর্ষার মরসুমে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। একটু অসতর্কতা মানেই প্রাণ যাওয়ার ঝুঁকি! কিন্তু কিছু গাছ রয়েছে যেগুলো সাপের চরম শত্রু—এই গাছগুলি বাড়ির চারপাশে বা বাগানে লাগালেই আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন।
1/9
বর্ষার মরসুমে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। একটু অসতর্কতা মানেই প্রাণ যাওয়ার ঝুঁকি! কিন্তু কিছু গাছ রয়েছে যেগুলো সাপের চরম শত্রু—এই গাছগুলি বাড়ির চারপাশে বা বাগানে লাগালেই আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন।
বর্ষার মরসুমে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। একটু অসতর্কতা মানেই প্রাণ যাওয়ার ঝুঁকি! কিন্তু কিছু গাছ রয়েছে যেগুলো সাপের চরম শত্রু—এই গাছগুলি বাড়ির চারপাশে বা বাগানে লাগালেই আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন।
advertisement
2/9
এই সময় আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে বলে সাপেরা প্রায়ই আশ্রয়ের খোঁজে বাড়ির আশেপাশে চলে আসে। যেসব বাড়ির চারপাশে গাছপালা বেশি, বা যাঁরা বাড়িতে বাগান করেন, সেখানে সাপ ঢোকার সম্ভাবনা দ্বিগুণ হয়।
এই সময় আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে বলে সাপেরা প্রায়ই আশ্রয়ের খোঁজে বাড়ির আশেপাশে চলে আসে। যেসব বাড়ির চারপাশে গাছপালা বেশি, বা যাঁরা বাড়িতে বাগান করেন, সেখানে সাপ ঢোকার সম্ভাবনা দ্বিগুণ হয়।
advertisement
3/9
বাড়ির বাগান বা চারপাশ গুছিয়ে পরিষ্কার রাখলেই সাপ ঢোকার আশঙ্কা অনেকটা কমে যায়। পাশাপাশি এমন কিছু গাছ লাগাতে পারেন যেগুলোর গন্ধেই সাপ পালিয়ে যায়।
বাড়ির বাগান বা চারপাশ গুছিয়ে পরিষ্কার রাখলেই সাপ ঢোকার আশঙ্কা অনেকটা কমে যায়। পাশাপাশি এমন কিছু গাছ লাগাতে পারেন যেগুলোর গন্ধেই সাপ পালিয়ে যায়।
advertisement
4/9
🪴 কোন গাছগুলো সাপ তাড়ায়?পুদিনা (Mint): পুদিনার গন্ধ সাপের একেবারেই সহ্য হয় না। বাড়ির চারপাশে, ব্যালকনিতে বা জানলার পাশে পুদিনা গাছ লাগালে সাপ ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এর ঝাঁঝালো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, যা সাপ একেবারেই সহ্য করতে পারে না।
🪴 কোন গাছগুলো সাপ তাড়ায়? পুদিনা (Mint): পুদিনার গন্ধ সাপের একেবারেই সহ্য হয় না। বাড়ির চারপাশে, ব্যালকনিতে বা জানলার পাশে পুদিনা গাছ লাগালে সাপ ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এর ঝাঁঝালো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, যা সাপ একেবারেই সহ্য করতে পারে না।
advertisement
5/9
রসুন ও পেঁয়াজ (Garlic & Onion):এই দুটি গাছ থেকেও একধরনের সালফারের মতো গ্যাসীয় গন্ধ নির্গত হয়, যা সাপকে দূরে রাখে। সাপের নাকে খুবই তীব্রভাবে লাগে এই গন্ধ।
রসুন ও পেঁয়াজ (Garlic & Onion): এই দুটি গাছ থেকেও একধরনের সালফারের মতো গ্যাসীয় গন্ধ নির্গত হয়, যা সাপকে দূরে রাখে। সাপের নাকে খুবই তীব্রভাবে লাগে এই গন্ধ।
advertisement
6/9
গাঁদা ফুল (Marigold):গাঁদা ফুলের তীব্র গন্ধও সাপকে দূরে রাখে। বাড়ির সামনের অংশে, বাগানে বা ব্যালকনিতে গাঁদা ফুলের গাছ লাগালে সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই সাপের উপদ্রব কমবে।
গাঁদা ফুল (Marigold): গাঁদা ফুলের তীব্র গন্ধও সাপকে দূরে রাখে। বাড়ির সামনের অংশে, বাগানে বা ব্যালকনিতে গাঁদা ফুলের গাছ লাগালে সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই সাপের উপদ্রব কমবে।
advertisement
7/9
লেমনগ্রাস (Lemongrass):এই গাছে ‘সিট্রোনেলা’ নামক একটি প্রাকৃতিক উপাদান থাকে, যা সাপের খুব অপছন্দের। এর গন্ধ শুধু সাপ নয়, মশাও তাড়ায়। বাড়ির চারপাশে বা বাগানে লেমনগ্রাস লাগাতে পারেন।
লেমনগ্রাস (Lemongrass): এই গাছে ‘সিট্রোনেলা’ নামক একটি প্রাকৃতিক উপাদান থাকে, যা সাপের খুব অপছন্দের। এর গন্ধ শুধু সাপ নয়, মশাও তাড়ায়। বাড়ির চারপাশে বা বাগানে লেমনগ্রাস লাগাতে পারেন।
advertisement
8/9
কিছু গাছের আকৃতিও সাপের অপছন্দ:কিছু গাছের চেহারাই এমন, যেগুলো দেখে সাপ ঘেঁষে না। এই ধরনের গাছ শুধু সাপ তাড়াতে নয়, বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগে।
কিছু গাছের আকৃতিও সাপের অপছন্দ: কিছু গাছের চেহারাই এমন, যেগুলো দেখে সাপ ঘেঁষে না। এই ধরনের গাছ শুধু সাপ তাড়াতে নয়, বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগে।
advertisement
9/9
এইসব গাছ শুধু প্রাকৃতিক সাপ প্রতিরোধক নয়, বরং আপনার বাড়ির পরিবেশ ও সৌন্দর্যও বাড়াবে। তাই এই বর্ষায় সাপের ভয়কে ‘নেচারালি’ জয় করতে এখনই গাছগুলো লাগানো শুরু করুন!
এইসব গাছ শুধু প্রাকৃতিক সাপ প্রতিরোধক নয়, বরং আপনার বাড়ির পরিবেশ ও সৌন্দর্যও বাড়াবে। তাই এই বর্ষায় সাপের ভয়কে ‘নেচারালি’ জয় করতে এখনই গাছগুলো লাগানো শুরু করুন!
advertisement
advertisement
advertisement