বিনামূল্যে দাঁতের চিকিৎসা, সাধারণের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে নয়া উদ্যোগ
- Published by:Teesta Barman
Last Updated:
কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডেই মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান পৌঁছে যাবে। এই মোবাইল ভ্যানে দাঁতের চিকিৎসার সব রকম ব্যবস্থা থাকবে। সম্প্রতি এই অত্যাধুনিক মোবাইল ভ্যান প্রস্তুতও হয়ে গিয়েছে।
#কলকাতা: রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে এবার মিলবে দাঁতের চিকিৎসার পরিষেবা। এমনই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি বিভিন্ন কাজের পাশাপাশি একদম বিনা পয়সায় মিলবে দন্ত চিকিৎসাও। প্রত্যন্ত গ্রামের মানুষও যাতে সহজে দাঁতের চিকিৎসা পেতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের।
করোনা অতিমারির কারণে কিছু দিন বন্ধ ছিল দুয়ারে সরকার ক্যাম্প। তবে ফের পঞ্চমবারের মতো রাজ্য জুড়ে শুরু হবে এই ক্যাম্প। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার পাশাপাশি এই ক্যাম্পগুলোতে এসে দাঁতের চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা এবং মেডিকেল কলেজের শীর্ষ আধিকারিকরা মিলে এই পরিষেবা দেখবেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রতিটি ক্যাম্পে দু'জন করে ডেন্টাল সার্জেন্ট উপস্থিত থাকবেন। সেই নির্দিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে দাঁতের চিকিৎসা হবে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে।

advertisement
ওই নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা পুর এলাকায় ডিজিটাল ডেন্টাল পরিষেবা চালুর কথা। স্বাস্থ্য দফতরের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল মোবাইল ডেন্টাল ক্লিনিক ওয়ার্ড শুরু করবে কলকাতা পুরসভার সব কটি ওয়ার্ডে।
advertisement
কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডেই মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান পৌঁছে যাবে। এই মোবাইল ভ্যানে দাঁতের চিকিৎসার সব রকম ব্যবস্থা থাকবে। সম্প্রতি এই অত্যাধুনিক মোবাইল ভ্যান প্রস্তুতও হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে ভিড় নিয়ন্ত্রণ করা এবং সহজ ভাবে দাঁতের সমস্যা সমাধানের লক্ষ্যেই এই পরিষেবা শুরু করার কথা ভাবা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ আগে বিভিন্ন চোখের চিকিৎসা করাতে পারতেন। এবার তার সঙ্গে দাঁতের চিকিৎসা শুরু হলে তাতে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 7:44 PM IST