‘ওরা আবার আমাদের সময় দিয়েছে’, ১০০ দিনের কাজের টাকা নিয়ে উদ্বেগ মুখ্যসচিবের

Last Updated:

কয়েকটি দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠক করেন মুখ্যসচিব৷

#কলকাতা: বিভিন্ন সময়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা৷ কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, সে কথাও বারংবার বলেছেন তিনি৷ এ বার সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব৷ তবে পাশাপাশি তিনি বললেন, বিভিন্ন জব কার্ড হোল্ডারদের যেন অবিলম্বে যুক্ত করা হোক কাজে৷ তবে মনে করা হচ্ছে, ১০০ দিলেনর কাজের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন মিটে যাবে শীঘ্রই৷
কয়েকটি দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠক করেন মুখ্যসচিব৷ সেখানে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজে যেন অবিলম্বে যুক্ত করা হয়, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন৷ সেখানেই কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া নিয়ে একাধিক বিষয়ে মত প্রকাশ করেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
বৃহস্পতিবার জেলাশাসক ও সচিবদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিব বলেন, ‘‘আশা করেছিলাম দু’মাসের মধ্যে আমরা টাকা পেয়ে যাব। তবে ওরাঁ আবার আমাদের সময় দিয়েছে বৈঠকে যাওয়ার জন্য। দেখা যাক কী হয়।’’ জেলাশাসক সচিবদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন মুখ্য সচিব।
advertisement
এ ছাড়াও বিভিন্ন দফতরকে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের অবিলম্বে যুক্ত করা নির্দেশ দেন তিনি। পূর্ত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দফতরে যাতে কাজে লাগানো হয় জব কার্ড হোল্ডারদের, তার জন্য এ দিনের বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন কাজে যুক্ত করার তৎপরতা নবান্নের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ওরা আবার আমাদের সময় দিয়েছে’, ১০০ দিনের কাজের টাকা নিয়ে উদ্বেগ মুখ্যসচিবের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement