গোবিন্দভোগ চালের উপর শুল্ক মকুবের আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কেন্দ্র গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে গোবিন্দভোগ চালের উপর। রাজ্যের কৃষকদের স্বার্থে সেই শুল্ক মুকুবের আর্জি প্রধানমন্ত্রীর কাছেই রাখলেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: বাংলার কৃষকদের স্বার্থে বাসমতীর মতো গোবিন্দভোগ চালের উপর কেন্দ্রীয় সরকারের চাপানো ২০ শতাংশ শুল্ক মুকুবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই তিনি এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, গোবিন্দভোগ ইতিমধ্যেই ইউরোপ ও গালফ দেশগুলিতে জনপ্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গে এই চাল উৎপাদন হয়। এ জন্য রাজ্য জিআই পেয়েছে। রাজ্যে উৎপাদিত জৈব পদ্ধতিতে প্রিমিয়াম গোবিন্দভোগ চাষিদের আর্থিক স্বচ্ছলতা এসেছে এই চাষ করে। ইউরোপ, গাফল দেশগুলিতে রফতানি হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গত ৮ সেপ্টম্বর গোবিন্দভোগ চালের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। এর ফলে প্রিমিয়াম কোয়ালিটার গোবিন্দভোগ চাল ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্থ হতে বসেছেন চাষিরা।
advertisement
বাসমতী চালের ওপরও কেন্দ্রীয় সরকার অনুরূপ শুল্ক বসিয়েছিল। কিন্তু তা পরে মুকুব করা হয়েছে। একইভাবে গোবিন্দভোগের ওপর ধার্য করা শুল্ক মকুব করা হোক। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ চান। ইতিমধ্যে সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতরের পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নবান্ন শীর্ষ মহল। এই শুল্ক বসানোর জেরে বিপুল পরিমাণ ক্ষতি সম্মুখীন হচ্ছেন কৃষকরা। মূলত তার জেরেই এই শুল্ক মকুব করার দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে চেন্নাই সফরে রয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশন এর ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। চেন্নাই সফরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। যদিও এই বৈঠককে সৌজন্যমূলক বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুই রাজনৈতিক নেতা বৈঠক করলে রাজনীতি নিয়েই যে আলোচনা হয়, সেই বিষয়েও জল্পনা জিইয়ে রেখেছেন তৃণমূল নেত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 8:08 AM IST