Panchayat election 2023: জেলা পিছু কত কেন্দ্রীয় বাহিনী? সুপ্রিম ধাক্কার তৎপর কমিশন, আজই চিঠি শাহের দফতরে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে অনীহা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা জানিয়ে আজই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে চলেছে নির্বাচন কমিশন৷ তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷ যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এই রায়ের পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর টালবাহানা করার সুযোগ ছিল না৷
advertisement
advertisement
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে যায়৷ জানা গিয়েছে, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন৷ এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইবে নির্বাচন কমিশন।
advertisement
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজেদের পরিকল্পনা সুপারিশ আকারে রাজ্য সরকারের কাছে পাঠাবে৷ এর পর রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হবে৷
কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে অনীহা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর একরকম বাধ্য হয়েই এখন কেন্দ্রীয় বাহিনী চাইতে হচ্ছে কমিশনকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 4:20 PM IST