Panchayat election 2023: জেলা পিছু কত কেন্দ্রীয় বাহিনী? সুপ্রিম ধাক্কার তৎপর কমিশন, আজই চিঠি শাহের দফতরে

Last Updated:

কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে অনীহা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷

বাহিনী নিয়ে অবশেষে তৎপর কমিশন।
বাহিনী নিয়ে অবশেষে তৎপর কমিশন।
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা জানিয়ে আজই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে চলেছে নির্বাচন কমিশন৷ তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷ যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এই রায়ের পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর টালবাহানা করার সুযোগ ছিল না৷
advertisement
advertisement
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে যায়৷ জানা গিয়েছে, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন৷ এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইবে নির্বাচন কমিশন।
advertisement
কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজেদের পরিকল্পনা সুপারিশ আকারে রাজ্য সরকারের কাছে পাঠাবে৷ এর পর রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হবে৷
কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে অনীহা ছিল, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর একরকম বাধ্য হয়েই এখন কেন্দ্রীয় বাহিনী চাইতে হচ্ছে কমিশনকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: জেলা পিছু কত কেন্দ্রীয় বাহিনী? সুপ্রিম ধাক্কার তৎপর কমিশন, আজই চিঠি শাহের দফতরে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement