Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Panchayat Election 2023: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন
নয়া দিল্লি: কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি চলে। সেই মামলাতেই বিচারপতিরা জানান, কলকাতা হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করা হবে না।
শুনানি পর্ব চলাকালীন কমিশন বলে, “রাজ্যে ১৮৯ স্পর্শকাতর বুথ। বাকি বুথ এখনও স্পর্শ কাতর চিহ্নিত নয়। জেলা স্পর্শকাতর হয় না। ভোটে বুথ স্পর্শ কাতর হয়। কমিশনের বাহিনী প্রয়োজন। সংখ্যা জানিয়ে রাজ্যকে অনুরোধ করে কমিশন। কোন বাহিনী দেবে তা রাজ্যের সিদ্ধান্ত।”
advertisement
এরপরেই সুপ্রিম কোর্ট বলে, ” এই যুক্তি যদি কমিশনের হয়, তাহলে সুপ্রিম কোর্টে কমিশনের আসার যৌক্তিকতা কোথায়! হাইকোর্টের বাহিনী নির্দেশে কমিশন অসন্তুষ্ট হবে কেন! কমিশন বাহিনীর অনুরোধ করে রাজ্যকে ছেড়ে দিক। বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী যদি কেন্দ্র দেয়, সেখানে কমিশনের আপত্তি থাকবে কেন! রাজ্য যখন ভিন রাজ্য থেকে বাহিনী আনার প্রয়োজন অনুভব করেছে, তাহলে এটা বলার প্রয়োজন এর অপেক্ষা রাখে না পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করার জন্য অপর্যাপ্ত পুলিশ।”
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, “পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাসের লাইসেন্স নয়। নির্বাচন ঘোষণার পর থেকে যা ঘটছে, তার প্রেক্ষিতেই অনেকে হাইকোর্টে আবেদন করেছেন। নিরাপত্তার বিষয় যদি সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত হয়, তাহলে বাহিনী নিয়ে কমিশন এত উদ্বিগ্ন কেন? পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে অশান্তি বাড়তে দেওয়া যায় না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 12:57 PM IST