West Bengal Municipal Elections: বাড়ল চার হাজার বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কমিশনের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট (West Bengal Municipal Elections)৷
#কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে ১০৮টি পুরসভার ভোটগ্রহণ (West Bengal Municipal Elections)৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের চব্বিশ ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে বৈঠক করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল কমিশন৷ যদিও কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল৷
আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা৷ তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে কমিশনকে৷
advertisement
আরও পড়ুন: পুনর্বাসনে ১০ হাজার কোটির প্যাকেজ, দেউচা পাচামির জমির পাট্টা-চাকরির নিয়োগপত্র বিলি মমতার
advertisement
সেই মতোই বুধবার তড়িঘড়ি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজি, আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার৷ প্রাথমিক ভাবে পুরভোটে প্রায় রাজ্য পুলিশের চল্লিশ হাজার বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছিল৷ বুধবারের বৈঠকে ভোটের নিরাপত্তায় আরও চার হাজার বাহিনী বাড়ানো হয়েছে৷ প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশকর্মী থাকবেন৷ এরিয়া ডোমিনেশনে RAF, ইএফআর ব্যবহার করা হবে৷
advertisement
প্রতিটি জেলার দায়িত্বে একজন করে ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন৷ তার অধীনে ৫-৬ জন এসপি পদমর্যদার পুলিশ আধিকারিক থাকবেন। ডিআইজি পদমর্যাদার আধিকারিক সরসরি যোগাযোগ রাখবেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে।
কলকাতা হাইকোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করলে তাঁর লিখিত কারণ আদালতকে জানাতে হবে কমিশনকে৷ এর পরেও পুরভোটে কোনও অশান্তি হলে তার দায় বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপরেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 24, 2022 12:18 AM IST






