West Bengal Municipal Elections 2022: হাতে সময় ২৪ ঘণ্টা, ভোটের জেলাগুলি থেকে রিপোর্ট তলব কমিশনের! কী জানাতে হবে?

Last Updated:

West Bengal Municipal Elections 2022: আজ দুপুর তিনটের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

রিপোর্ট তলব কমিশনের
রিপোর্ট তলব কমিশনের
#কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। ১০৮ টি পুরসভার নির্বাচন (West Bengal Municipal Elections 2022) যে জেলাগুলিতে হবে সেই জেলাগুলি থেকে রিপোর্ট তলব করা হল। নির্বিঘ্নে, স্বচ্ছ নির্বাচন করার জন্য বর্তমান পরিস্থিতি কেমন? হিংসামুক্ত নির্বাচন করার জন্য কী প্রয়োজন? প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে রিপোর্ট চাইলেন রাজ্য নির্বাচন কমিশন। আজ দুপুর তিনটের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) প্রয়োজন আছে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে আদালত৷ তবে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে৷
advertisement
advertisement
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করালে সেই সিদ্ধান্তের পিছনে কী কারণ, তাও আদালতকে ব্যাখ্যা করে জানাতে হবে কমিশনকে৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটে অশান্তি হলে তার দায়ও সম্পূর্ণভাবে বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপরেই৷ বুধবারই এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷
advertisement
ফলে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জেলাগুলির রিপোর্ট নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সেই কারণেই জেলাগুলির পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরাষ্ট্র সচিব, ডিজিপি সহ রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে হবে নির্বাচন কমিশনকে৷ পাশাপাশি যে জেলাগুলিতে ভোট হবে, সেখানকার এসপি, এসডিপিও সহ পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও সার্বিক আলোচনা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে৷ আলোচনার পরে যদি কমিশন কেন্দ্রীয় বাহিনী না ব্যবহারের সিদ্ধান্ত নেয়, তার কারণও লিখিত আকারে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ পাশাপাশি, নিরপেক্ষ আইএএস অফিসারদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এ ছাড়াও কাঁথি পুরসভার সব ইভিএম পেপার সিল করার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
advertisement
এদিকে, আজই বিকেল পাঁচটা থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠক হতে চলেছে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় বাহিনীর ভবিষ্যৎ নির্ধারণ হবে এই বৈঠক। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রসচিব,ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা। ১০৮ পুরসভা নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই বৈঠক কমিশনে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Elections 2022: হাতে সময় ২৪ ঘণ্টা, ভোটের জেলাগুলি থেকে রিপোর্ট তলব কমিশনের! কী জানাতে হবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement