Bangla News: রাত বাড়লেই গাড়ির সামনে চলে আসছে 'ওরা'! বর্ধমানে দেখা দিচ্ছে নতুন সমস্যা

Last Updated:

Bangla News: গাড়ি চালকরা বলছেন, গ্রামীণ এলাকায় রাতে এখনও যথেষ্ট সংখ্যক শেয়ালকেই রাস্তা পার হতে দেখা যায়।

কী ঘটছে বর্ধমানে?
কী ঘটছে বর্ধমানে?
#বর্ধমান: সমস্যায় শেয়ালরা। রাতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ সংশয় হচ্ছে অনেক শেয়ালেরই। বর্ধমানে তেমনই এক আহত শেয়ালকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল পশুপ্রেমী সংস্হা। শেয়ালটিকে বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে রাখা হয়েছে। গাড়ি চালকরা বলছেন, গ্রামীণ এলাকায় রাতে এখনও যথেষ্ট সংখ্যক শেয়ালকেই রাস্তা পার হতে দেখা যায়। হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়ে আহতও হয় তাদের কেউ কেউ।
তেমনই আহত একটি শিয়ালকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল বর্ধমান অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি পশুপ্রেমী সংস্থা। সংস্থার সদস্য অর্ণব দাস জানিয়েছেন, সাতদিন আগে বর্ধমানের হাটগোবিন্দপুর এলাকায় একটি শিয়ালকে আহত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে প্রজ্জ্বল চন্দ নামে এক পড়ুয়া তাদের সংস্থায় ফোন করে খবর দেয়। এরপর বর্ধমান থেকে ঘটনাস্থলে পৌঁছে আহত শিয়ালটিকে উদ্ধার করে সংস্থার অফিসে নিয়ে আসা হয়।
advertisement
তিনি জানিয়েছেন, এটি একটি মাস ছয়েকের মেয়ে শিয়াল ছিল। শিয়ালটির সামনের ডান পায়ের থাবায় চোট ছিল। তাই হাঁটতে অসুবিধা হচ্ছিল। সাতদিন চিকিৎসা ও শুশ্রূষা করার পর কিছুটা সুস্থ হলে মঙ্গলবার শিয়ালটিকে বর্ধমান বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শিয়ালটি বর্তমানে সুস্থ আছে। প্রতিদিন ১কেজি করে মুরগির মাংস খাচ্ছে। শিয়ালটিকে এখন রমনা বাগান অভয়ারণ্যেই রাখা হবে। বিভাগীয় সহকারী বনাধিকারিক সারদা সাহা জানিয়েছেন, বর্তমানে রমনাবাগানে শিয়ালের জন্য নির্দিষ্ট এনক্লোজার রয়েছে। সেখানে একটি বয়স্ক ও একটি কম বয়সের শিয়াল আছে। হাটগোবিন্দপুর থেকে যে শিয়ালটিকে আনা হয়েছে সেটিকেও এখন এখানেই রাখা হবে।
advertisement
পশুপ্রেমীরা বলছেন, নগরায়নের ফলে ক্রমশ বন জঙ্গল কমছে। তার সঙ্গে তাল মিলিয়ে কমছে শিয়ালের সংখ্যাও। দিনে তারা বিশ্রামে থাকলেও রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বের হয়। তখন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত বা মৃত্যু হচ্ছে তাদের অনেকেরই। এর আগেও রাস্তার ধার থেকে আহত শেয়াল উদ্ধার করা হয়েছিল  ফের একটি শিয়ালকে আহত অবস্থায় পাওয়া গেল। তবে এই শিয়ালটিকে বাঁচিয়ে তোলা সম্ভব হওয়ায় আমরা খুশি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রাত বাড়লেই গাড়ির সামনে চলে আসছে 'ওরা'! বর্ধমানে দেখা দিচ্ছে নতুন সমস্যা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement