SSKM Hospital: ডিসেম্বর মাসের শেষেই ক্যাশলেস পরিষেবা মিলতে পারে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
এত দিন উডবার্নের রোগীদের নগদে বিল প্রদান করতে হত। নগদহীন কোনও বিমাই গ্রহণ করা হত না। সেই সমস্যার সমাধান হতে চলেছে।
ওঙ্কার সরকার, কলকাতা: রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে এবার আরও বড় সূযোগ। নগদহীন প্রক্রিয়া শুরু হচ্ছে পিজির উডবার্ন ব্লকে। বহু মানুষ এই নতুন প্রক্রিয়ায় সুবিধা পাবেন বলেই আশা রাজ্য সরকারের। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের দৈনিক ২০০০ টাকা ভাড়ায় ডবল শেয়ারিংয়ের শয্যা রয়েছে ১২টি, ২৫০০ টাকার কেবিন রয়েছে ১০টি এবং ৪০০০ টাকার সুইট রয়েছে ১২টি। নতুন প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ছ’কোটি টাকা। তার দরপত্রের প্রক্রিয়া চলছে। এত দিন উডবার্নের রোগীদের নগদে বিল প্রদান করতে হত। নগদহীন কোনও বিমাই গ্রহণ করা হত না। তবে সেই সমস্যার সমাধান।
সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ নগদহীন বিমা নেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠান। সূত্রের খবর অনুযায়ী, সেই বিষয়ে অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। সূত্রের আরও খবর, আগামী ডিসেম্বরের শেষের থেকেই শুরু হবে নতুন এই প্রক্রিয়া। তবে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে থাকা রোগীরাই সেখানে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “বিমা করানো আছে, কিন্তু রোগীর পকেটে সেই সময়ে বিল মেটানোর অবস্থা সেই মুহূর্তে নেই, এমন রোগী উডবার্ন ব্লকে ক্যাশলেস সুবিধা পাবেন।”
advertisement
advertisement
এছাড়াও থাকছে বিশেষ কিছু ব্যবস্থা। নির্দিষ্ট খরচ দিয়ে কেবিনে থাকলেও অস্ত্রোপচারের জন্য রোগীকে নিয়ে যেতে হত অন্য ভবনে। তবে তার পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই। উডবার্ন ওয়ার্ডেই চালু হয়েছে সেখানকার রোগীদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা। সাধারণত পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার এবং সাধারণ চিকিৎসার প্রয়োজনে আসা রোগীদের একাংশ খরচ দিয়ে উডবার্নে থাকেন। সেখানে তিন তলায় একটি অপারেশন থিয়েটারও রয়েছে। কিন্তু এত দিন সেখানে সাধারণ রোগীদের অস্ত্রোপচারের সুযোগ ছিল না।
advertisement
শুধু কোনও ভিআইপি-র যদি উডবার্নে ভর্তি থাকাকালীন অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তা হলে সেটি ব্যবহার করা হত। কিন্তু দীর্ঘ দিন ধরে সাধারণ রোগীদেরও দাবি ছিল, উডবার্নেই অস্ত্রোপচার চালু হোক। সেই মতো সম্প্রতি এসএসকেএম কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিয়েছেন, ওই অপারেশন থিয়েটার এ বার থেকে উডবার্নে ভর্তি থাকা অন্য রোগীদের জন্যও ব্যবহৃত হবে। এতেও উপকৃত হবেন এই ঐতিহাসিক বিল্ডিংয়ে ভর্তি থাকা রোগীরা। এই বিষয়ে এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি থাকা অমিত হালদার নামে এক রোগীর আত্মীয় জানান, ‘‘আমাদের মত মানুষদের জন্য এই পরিষেবা আগে চালু হলে আরও ভাল হত, তবে এবার এই ক্যাশলেস প্রক্রিয়াচালু হলে সত্যি উপকৃত হব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 7:26 AM IST