জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে বিতর্ক, বিয়ের বছরেই বিচ্ছেদ ! বলিউডকে বিদায় জানিয়ে কেমন আছেন এই অভিনেতা

Last Updated:
কিন্তু ইন্ডাস্ট্রিতে জ্বলে উঠার আগেই নিভে গেলেন এই তারকা। একের পর এক ফ্লপ ছবি বলিউডে তাঁর কাজের সংখ্যা কমিয়ে দেয়। তারপর একদিন তিনি কোথায় উধাও হয়ে গেলেন!
1/7
বলিউড এক আশ্চর্য সমুদ্রের মতো, সেখানে কত ঢেউ ওঠে, ভেঙে যায়। সকলেই তটরেখায় নিজের ছাপ রাখতে পারে না। বহু অভিনেতা আসেন, কাজ করেন। তারপর হারিয়ে যান। এমনই এক অভিনেতার আবির্ভাব ঘটেছিল ২০০০-এর দশকে। তাঁর চোখ ঝলসে দেওয়া চেহারাই পরিচিতি দিয়েছিল। দেহ সৌষ্ঠবই দর্শক-মন জয় করেছিল।
বলিউড এক আশ্চর্য সমুদ্রের মতো, সেখানে কত ঢেউ ওঠে, ভেঙে যায়। সকলেই তটরেখায় নিজের ছাপ রাখতে পারে না। বহু অভিনেতা আসেন, কাজ করেন। তারপর হারিয়ে যান। এমনই এক অভিনেতার আবির্ভাব ঘটেছিল ২০০০-এর দশকে। তাঁর চোখ ঝলসে দেওয়া চেহারাই পরিচিতি দিয়েছিল। দেহ সৌষ্ঠবই দর্শক-মন জয় করেছিল।
advertisement
2/7
এমনকী তাঁর তুলনা হতে শুরু করেছিল সালমান খানের সঙ্গে।কিন্তু ইন্ডাস্ট্রিতে জ্বলে উঠার আগেই নিভে গেলেন এই তারকা। একের পর এক ফ্লপ ছবি বলিউডে তাঁর কাজের সংখ্যা কমিয়ে দেয়। তারপর একদিন তিনি কোথায় উধাও হয়ে গেলেন! কথা হচ্ছে অভিনেতা সাহিল খানকে নিয়ে।
এমনকী তাঁর তুলনা হতে শুরু করেছিল সালমান খানের সঙ্গে।কিন্তু ইন্ডাস্ট্রিতে জ্বলে উঠার আগেই নিভে গেলেন এই তারকা। একের পর এক ফ্লপ ছবি বলিউডে তাঁর কাজের সংখ্যা কমিয়ে দেয়। তারপর একদিন তিনি কোথায় উধাও হয়ে গেলেন! কথা হচ্ছে অভিনেতা সাহিল খানকে নিয়ে।
advertisement
3/7
'স্টাইল' এবং 'এক্সকিউজ মি'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আসলে মিউজিক ভিডিও-র মাধ্যমেই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন এই অভিনেতা।
'স্টাইল' এবং 'এক্সকিউজ মি'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আসলে মিউজিক ভিডিও-র মাধ্যমেই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন এই অভিনেতা।
advertisement
4/7
প্রায় সবটাই চেহারার জন্য। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করতে পারেননি।নিজের দুর্বলতা বুঝেই অভিনয় জীবনকে বিদায় জানান সাহিল। বরং মনোনিবেশ করেন সেখানে যা তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র থেকে দূরে, সাহিল খান তাঁর সমস্ত মনোযোগ দেন শরীর গঠনের দিকে। রুপোলি জগতের সামনে থেকে সরে সাহিল এখন ফিটনেস প্রশিক্ষক হিসাবে কাজ করেন।
প্রায় সবটাই চেহারার জন্য। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করতে পারেননি।নিজের দুর্বলতা বুঝেই অভিনয় জীবনকে বিদায় জানান সাহিল। বরং মনোনিবেশ করেন সেখানে যা তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র থেকে দূরে, সাহিল খান তাঁর সমস্ত মনোযোগ দেন শরীর গঠনের দিকে। রুপোলি জগতের সামনে থেকে সরে সাহিল এখন ফিটনেস প্রশিক্ষক হিসাবে কাজ করেন।
advertisement
5/7
তবে অভিনয় জগতে থাকার সময় অন্য কারণেও খবরের শিরোনামে এসেছিলেম সাহিল। জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে তৈরি হয়েছিল বিতর্ক। জ্যাকি শ্রফের স্ত্রী এবং টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ অভিযোগ করেছিলেন, সাহিল তাঁর থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি।
তবে অভিনয় জগতে থাকার সময় অন্য কারণেও খবরের শিরোনামে এসেছিলেম সাহিল। জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে তৈরি হয়েছিল বিতর্ক। জ্যাকি শ্রফের স্ত্রী এবং টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ অভিযোগ করেছিলেন, সাহিল তাঁর থেকে টাকা নিয়ে আর ফেরত দেননি।
advertisement
6/7
এরপর সাহিলের সঙ্গে আয়েশার সম্পর্ক নিয়েও একপ্রস্ত জলঘোলা হয় সংবাদ মাধ্যমে। তবে এঁরা কখনই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি প্রকাশ্যে। কিন্তু সাহিলের সংসার ভেঙে যায় বিয়ের এক বছরের মধ্যেই। ২০০৪ সালে অভিনেত্রী ও মডেল নিগার খানকে বিয়ে করেছিলেন সাহিল।
এরপর সাহিলের সঙ্গে আয়েশার সম্পর্ক নিয়েও একপ্রস্ত জলঘোলা হয় সংবাদ মাধ্যমে। তবে এঁরা কখনই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি প্রকাশ্যে। কিন্তু সাহিলের সংসার ভেঙে যায় বিয়ের এক বছরের মধ্যেই। ২০০৪ সালে অভিনেত্রী ও মডেল নিগার খানকে বিয়ে করেছিলেন সাহিল।
advertisement
7/7
কিন্তু, কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি। এক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
কিন্তু, কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি। এক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
advertisement
advertisement
advertisement