SSC Upper Primary: ওয়েটিং লিস্ট থেকেও হাজার হাজার প্রার্থী অনুপস্থিত! শিক্ষক নিয়োগে বেড়েই চলেছে চাকরিপ্রার্থীদের চাকরিতে অনীহা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Upper Primary: শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের চাকরি প্রত্যাখ্যান ক্রমশ বেড়েই চলেছে।
কলকাতা: আরও বাড়ল চাকরি প্রত্যাখ্যানের হার। শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের চাকরি প্রত্যাখ্যান ক্রমশ বেড়েই চলেছে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের অনুপস্থিতির সংখ্যা বেড়ে হল প্রায় ৩০ শতাংশ।মেধাতালিকার পর এবার অপেক্ষমান তালিকা থেকেও অনুপস্থিত একাধিক চাকরিপ্রার্থী।
মেধা তালিকা থেকে ২ হাজারের বেশি চাকরি প্রার্থীর অনুপস্থিত থাকায় অপেক্ষমান তালিকা থেকে কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয় এসএসসি। গত তিন দিনে অপেক্ষামান তালিকা থেকে ১৬৩২ জন প্রার্থীকে ডাকা হয়। তার মধ্যে অনুপস্থিত থাকলেন ৪৭০ জন প্রার্থী।
advertisement
advertisement
অপেক্ষমান তালিকা থেকেও গত তিন দিনে কাউন্সিলিংয়ে অনুপস্থিতির সংখ্যা প্রায় ৩০ শতাংশ। যা মেধাতালিকার কাউন্সেলিংয়ের অনুপস্থিতির তালিকা থেকেও বেশি। গত তিন দিনে অপেক্ষামান তালিকা থেকে ১৬৩২ জন প্রার্থীকে ডাকা হয়। তার মধ্যে অনুপস্থিত থাকলেন ৪৭০ জন প্রার্থী।
প্রসঙ্গত, ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে এবার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকতে চলেছে এসএসসি। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
আরও পড়ুন: জল খেয়েই কমবে ডায়াবেটিস! শুধু খেতে হবে এইভাবে…ম্যাজিকের মতো কমবে ব্লাড সুগার, এখনই জানুন
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে ওয়েটিং লিস্ট থেকে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 8:17 PM IST