Actor: ছিলেন ৩০ কোটির, এখন মাত্র ৯ কোটির! পরপর ২ ফ্লপ দিয়েই ডুবল ‘হিরোগিরি’, চিনতে পারছেন সেলেব বাবার পুত্র নায়ককে?

Last Updated:
Bollywood Actor: ছবি হিট হলেই বেড়ে যায় তারকাদের ছবিপিছু নেওয়া টাকার অঙ্ক। আবার ছবি পরপর ফ্লপ হলে দর কমে যায় তারকাদের। তখন তাদের পারিশ্রমিকও কমে যায়।
1/11
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই মুখের কথা নয়। অনেক সময় দেখা যায় কোনও অভিনেতা একটি ছবি হিট হওয়ার পর রাতারাতি তারকা বনে যান। কিন্তু হিটের রেকর্ড ধরে সহজ নয়।
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই মুখের কথা নয়। অনেক সময় দেখা যায় কোনও অভিনেতা একটি ছবি হিট হওয়ার পর রাতারাতি তারকা বনে যান। কিন্তু হিটের রেকর্ড ধরে সহজ নয়।
advertisement
2/11
রূপালি পর্দার জগতে প্রবেশ করলেই তারকা হওয়া যায় না। কাজের মধ‍্যে দিয়ে নিজের জাত চেনাতে না পারলে তারাখসার মতোই অচিরেই হারিয়ে যায় সিনে জগতের কোনও চেনা মুখ।
রূপালি পর্দার জগতে প্রবেশ করলেই তারকা হওয়া যায় না। কাজের মধ‍্যে দিয়ে নিজের জাত চেনাতে না পারলে তারাখসার মতোই অচিরেই হারিয়ে যায় সিনে জগতের কোনও চেনা মুখ।
advertisement
3/11
প্রথম ছবি হিট। রাতারাতি পরিচিত। তখন তারকাদের পারিশ্রমিকও হয়ে যায় আকাশছোঁয়া। কারণ তারকাদের পারিশ্রমিক মূলত নির্ভর করে তাঁদের সাফল‍্যের উপর।

প্রথম ছবি হিট। রাতারাতি পরিচিত। তখন তারকাদের পারিশ্রমিকও হয়ে যায় আকাশছোঁয়া। কারণ তারকাদের পারিশ্রমিক মূলত নির্ভর করে তাঁদের সাফল‍্যের উপর।
advertisement
4/11
ছবি হিট হলেই বেড়ে যায় তারকাদের ছবিপিছু নেওয়া টাকার অঙ্ক। আবার ছবি পরপর ফ্লপ হলে দর কমে যায় তারকাদের। তখন তাদের পারিশ্রমিকও কমে যায়।

ছবি হিট হলেই বেড়ে যায় তারকাদের ছবিপিছু নেওয়া টাকার অঙ্ক। আবার ছবি পরপর ফ্লপ হলে দর কমে যায় তারকাদের। তখন তাদের পারিশ্রমিকও কমে যায়।
advertisement
5/11
অ‍্যাকশন হিরো হয়ে বলিউডে প্রবেশ অভিনেতার। হিরোর বাবাও বলিউডের অন‍্যতম সেরা অভিনেতা। পারিবারিক যোগসূত্রেই প্রথম সুযোগ পেয়ে যান।
অ‍্যাকশন হিরো হয়ে বলিউডে প্রবেশ অভিনেতার। হিরোর বাবাও বলিউডের অন‍্যতম সেরা অভিনেতা। পারিবারিক যোগসূত্রেই প্রথম সুযোগ পেয়ে যান।
advertisement
6/11
প্রথম ছবিতে অভিনয়ের জন‍্য বিশেষ প্রশংসা না পেলেও অ‍্যাকশন আর নাচে দর্শকদের মন জিতে নিয়েছিলেন নায়ক। প্রথম ছবি বাম্পার হিটও হয়। রাতারাতি খ‍্যাতিলাভ করেন নায়ক।
প্রথম ছবিতে অভিনয়ের জন‍্য বিশেষ প্রশংসা না পেলেও অ‍্যাকশন আর নাচে দর্শকদের মন জিতে নিয়েছিলেন নায়ক। প্রথম ছবি বাম্পার হিটও হয়। রাতারাতি খ‍্যাতিলাভ করেন নায়ক।
advertisement
7/11
তিনি হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। জ‍্যাকি শ্রফের পুত্রের ‘এন্ট্রি’ ধামাকাদার হলেও সেই সাফল‍্য ধরে রাখতে পারেননি অভিনেতা।

তিনি হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। জ‍্যাকি শ্রফের পুত্রের ‘এন্ট্রি’ ধামাকাদার হলেও সেই সাফল‍্য ধরে রাখতে পারেননি অভিনেতা।
advertisement
8/11
প্রথম ছবি ‘হিরোপান্তি’ হিট। এরপর ‘বাঘি’ এবং ‘বাঘি ২’-তে অভিনয় করেন টাইগার। দুটি ছবিই বাম্পার হিট। ‘বাঘি’ সিরিজ দিয়ে খ‍্যাতির শিখরে পৌঁছে যান অভিনেতা।

প্রথম ছবি ‘হিরোপান্তি’ হিট। এরপর ‘বাঘি’ এবং ‘বাঘি ২’-তে অভিনয় করেন টাইগার। দুটি ছবিই বাম্পার হিট। ‘বাঘি’ সিরিজ দিয়ে খ‍্যাতির শিখরে পৌঁছে যান অভিনেতা।
advertisement
9/11
কিন্তু গত দুই-তিন বছর ধরে হিট ছবি পাচ্ছেন না টাইগার। বিশেষ করে 'হিরোপান্তি ২' এবং 'বাদে মিয়াঁ ছোটে মিয়াঁ' টাইগার শ্রফের ক্যারিয়ার গ্রাফকে পুরোপুরি নিচে নামিয়েছে।
কিন্তু গত দুই-তিন বছর ধরে হিট ছবি পাচ্ছেন না টাইগার। বিশেষ করে 'হিরোপান্তি ২' এবং 'বাদে মিয়াঁ ছোটে মিয়াঁ' টাইগার শ্রফের ক্যারিয়ার গ্রাফকে পুরোপুরি নিচে নামিয়েছে।
advertisement
10/11
বলিউডে গুঞ্জন টাইগার নাকি তাঁর পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন। আগে নাকি টাইগার নিতেন ৩০ কোটি টাকা। এখন টাইগার নিচ্ছেন ৯ কোটি টাকা।
বলিউডে গুঞ্জন টাইগার নাকি তাঁর পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন। আগে নাকি টাইগার নিতেন ৩০ কোটি টাকা। এখন টাইগার নিচ্ছেন ৯ কোটি টাকা।
advertisement
11/11
বর্তমানে, টাইগার 'বাঘি ৪'-এর শুটিং করছেন, যা আগামী বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে। এখন দেখার বাঘির হাত ধরে টাইগারের কেরিয়ার গ্রাফের উন্নতি হয় কিনা।
বর্তমানে, টাইগার 'বাঘি ৪'-এর শুটিং করছেন, যা আগামী বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে। এখন দেখার বাঘির হাত ধরে টাইগারের কেরিয়ার গ্রাফের উন্নতি হয় কিনা।
advertisement
advertisement
advertisement