SSC Update: ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব,’ কালীঘাটের পরে নবান্নেও! হঠাৎ হাজির চাকরিহারাদের প্রতিনিধি দল

Last Updated:

এর আগেও চাকরিহারাদের আরও এক প্রতিনিধি দল গিয়েছিল নবান্নে৷ তাঁরাও জমা দিয়েছেন তাঁদের চিঠি৷ স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানকারী চাকরিহারাদের একাংশ বৃহস্পতিবার চিঠি দেয় মুখ্যমন্ত্রীর দফতরে।

News18
News18
কলকাতা: সকাল বেলা পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে৷ এবার বিকেলে সেই দলেরই কয়েকজন গেলেন নবান্নে৷ হঠাৎই৷ বৃহস্পতিবার বিকেলে নবান্নে হঠাৎ হাজির হল চাকরিহারাদের এক মহিলা প্রতিনিধি দল। ওই দলের তরফে জানানো হয়, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করে তাঁদের দাবি তাঁর কাছে তুলে ধরতে চান৷ কিন্তু, অনুমতি না মেলায় মমতার সঙ্গে দেখা করতে পারেননি তাঁরা৷ পুলিশি নিরাপত্তার বেষ্টনীতেই ওই প্রতিনিধি দলের কয়েকজন মহিলা নবান্নে যান ও তাঁদের দাবি লেখা চিঠি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেন৷
চিঠিতে তাঁদের দাবি, পরীক্ষা দিয়ে নয়া নিয়োগের পরিবর্তে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাঁদের পুনর্বহালের ব্যবস্থা করা হোক৷
advertisement
এর আগেও চাকরিহারাদের আরও এক প্রতিনিধি দল গিয়েছিল নবান্নে৷ তাঁরাও জমা দিয়েছেন তাঁদের চিঠি৷ স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থানকারী চাকরিহারাদের একাংশ বৃহস্পতিবার চিঠি দেয় মুখ্যমন্ত্রীর দফতরে। চিঠিতে তাঁরা আর্জি জানান, পুরনো স্কুলেই যাতে তাঁদের চাকরি বজায় থাকে। চিঠিতে চাকরিহারারা দাবি করেন, ‘আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই। আমাদের দাবিও যেন মাথায় রাখা হয়।’
advertisement
সুপ্রিম কোর্ট আগামী ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছে ‘যোগ্যদের’। স্কুলে ক্লাস করিয়ে, সংসার সামলে সাত বছর পর আবার নতুন করে পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি কী ভাবে সম্ভব, এই প্রশ্ন চাকরিহারাদের প্রায় সকলেরই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Update: ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব,’ কালীঘাটের পরে নবান্নেও! হঠাৎ হাজির চাকরিহারাদের প্রতিনিধি দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement