Mamata on Modi: ‘অপারেশন সিঁদুরে’র পরে ‘অপারেশন বাংলা’! নামকরণে আসলে রাজনীতি, কটাক্ষ মমতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘ওঁর উপস্থিতিতে ওঁরই এক মন্ত্রী বলছেন, যে ভাবে অপারেশন সিঁদুর হয়েছে, সেই ভাবেই অপারেশন বাংলা হবে৷ আমি প্রশ্ন তুলছি, এটা কি সময় এটা বলার? মোদিজি যেটা বলেছেন সেটা শকিং আমাদের জন্য।’’
কলকাতা: ঠিক যে মুহূর্তে সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকারের বার্তা বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছেন, যে সময়ে ভারত সরকারের প্রতিনিধি দলের অংশ হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মঞ্চে ভারতের জঙ্গি বিরোধী নীতির কথা প্রচার করছেন, তেমন সময়ে পশ্চিমবঙ্গে এসে তৃণমূল সরকারের সমালোচনা করছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর এহেন কথায় তিনি অত্যন্ত ‘শকড’৷ আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে তৃণমূল সরকারকে নিশানা করে মোদির একের পর এক আক্রমণের পরে ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘ওঁর উপস্থিতিতে ওঁরই এক মন্ত্রী বলছেন, যে ভাবে অপারেশন সিঁদুর হয়েছে, সেই ভাবেই অপারেশন বাংলা হবে৷ আমি প্রশ্ন তুলছি, এটা কি সময় এটা বলার? মোদিজি যেটা বলেছেন সেটা শকিং আমাদের জন্য।’’
মমতার কথায়, ‘‘একহাতে তালি বাজে না। আমি এতদিন চুপ ছিলাম। কারণ আমরা দেশের পক্ষে। সব বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি দেশ এর হয়ে প্রতিনিধি করছেন সেই সময় এই গুলো বলা ঠিক নয়। ধাক্কা দিয়েছেন।’’
advertisement
advertisement
এরপরেই মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘কাল ইলেকশন করুন। আমরা তৈরি আছি। কিন্তু, আবারও বলছি, সময়টা দেখুন৷ সময় দিন৷’’
এদিন ‘অপারেশন সিঁদুর’ নামকরণ প্রসঙ্গও তোলেন মমতা৷ অভিযোগ করেন, রাজনৈতিক ভাবে আকর্ষণীয় করার জন্যই ওই নামটা দিয়েছে৷ বলেন, ‘‘নামটা ওনারা দিয়েছেন। সব নাম কেন্দ্র ঠিক করে। সিঁদুর মেয়েদের আত্মসম্মান৷’’
advertisement
একাধিক বিষয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে শাসকদল তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির। তিনি তাঁর ভাষণে বলেন, বাংলার গরিব শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানকার সরকার। তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পাপ করছে এই সরকার। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এঁরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না।’’
advertisement
তার প্রত্যুত্তরে মমতা বলেন, ‘‘উনি দুর্নীতি এর কথা বলছেন। আপনার রাজ্যে কি হয়? আমাদের এখানে কোনো দুর্নীতি এর অভিযোগ এলে আমরা পদক্ষেপ করি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 29, 2025 4:09 PM IST