'তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়েছে তৃণমূল', শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এখন আদালতকে দুষছে: মোদি

Last Updated:

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল সরকারকে দুর্নীতি ও তোষণের রাজনীতি নিয়ে আক্রমণ করেন. তিনি শিক্ষকদের দুর্নীতি ও কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধা দেওয়ার অভিযোগ তোলেন.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা থেকে দুর্নীতি প্রশ্নে তৃণমূলের শাসকদলকে তুমুল আক্রমণ করলেন একাধিক প্রশ্নে। শিক্ষক দুর্নীতি থেকে তোষণের রাজনীতি, মালদহ-মুর্শিদাবাদ ইস্যুতে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।
একাধিক বিষয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে শাসকদল তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির। তিনি তাঁর ভাষণে বলেন, বাংলার গরিব শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানকার সরকার। তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পাপ করছে এই সরকার। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এঁরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না।’’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা হতে দেওয়া হল না। তা করতে দিল না এখানকার নির্মম সরকার।’’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়েছে তৃণমূল', শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এখন আদালতকে দুষছে: মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement