TMC: মহিলা থেকে মণিপুর! মোদিকে বিঁধতে ‘৫ সঙ্কট’ তুলে তীব্র কটাক্ষ তৃণমূলের! নিশানা বিজেপির 'গিফট' নিয়েও

Last Updated:

Narendra Modi: মোদি সরকারকে ৫ ’সঙ্কট’ তুলে পাল্টা তোপ তৃণমূলের।

মহিলা থেকে মণিপুর! মোদিকে বিঁধতে ‘৫ সঙ্কট’ তুলে তীব্র কটাক্ষ তৃণমূলের! নিশানা বিজেপির 'গিফট' নিয়েও
মহিলা থেকে মণিপুর! মোদিকে বিঁধতে ‘৫ সঙ্কট’ তুলে তীব্র কটাক্ষ তৃণমূলের! নিশানা বিজেপির 'গিফট' নিয়েও
কলকাতা: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষক দুর্নীতি থেকে তোষণের রাজনীতি, একাধিক বিষয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে শাসকদল তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। অপরদিকে মোদি সরকারকে ৫ ’সঙ্কট’ তুলে ধরে পাল্টা তোপ তৃণমূলের।
মোদিজির তৈরি ‘পাঁচ সঙ্কট’ বলে ৫ টি বিষয় তুলে ধরেছে রাজ‍্যের শাসক দল। এই পাঁচ ইস‍্যু হল
১) মণিপুর দুই বছর ধরে জ্বলছে। বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলার হাল কি?
advertisement
২) মহিলা নিরাপত্তার প্রশ্নে, উন্নাও থেকে হাথরস কী হয়েছে মহিলাদের সঙ্গে।
৩)পেপার লিক,নিট স্ক্যাম, ৪৫% বেকারত্ব বিজেপির গিফট। তাহলে যুবদের আশাভঙ্গ কে করল?
advertisement
৪) দূর্নীতি প্রশ্নে, অর্ধেক মন্ত্রীসভার সদস্য জামিনে আছে।
৫) স্বার্থপর সরকার – বাংলাকে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার যা প্রতিহিংসার রাজনীতি।

advertisement
বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলার গরিব শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানকার সরকার। তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার হাজার হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পাপ করছে এই সরকার। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছেন এঁরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি এটা হতে দেবে না।’’
advertisement
এখানেই শেষ নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন। কিন্তু এখানে তা হতে দেওয়া হল না। তা করতে দিল না এখানকার নির্মম সরকার।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: মহিলা থেকে মণিপুর! মোদিকে বিঁধতে ‘৫ সঙ্কট’ তুলে তীব্র কটাক্ষ তৃণমূলের! নিশানা বিজেপির 'গিফট' নিয়েও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement