SSC Scam: বিকৃত OMR শিট নিয়ে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! ববিতা মামলায় নয়া মোড়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কী ভাবে, কোথায় চাকরি পেয়েছেন, তা পরিষ্কার হয়ে যাবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন, তবে তাঁর শিক্ষিকা হওয়ার আবার সুযোগ আসবে। তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানিয়েছেন তিনি।
কলকাতা: এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎগঙ্গোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিচারপতি জানান, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশমের বিকৃত OMR শিট প্রকাশিত হয়েছে আগেই, এবার একাদশ-দ্বাদশেরও বিকৃত OMR শিট প্রকাশ হোক, চায় হাইকোর্ট। একাদশ-দ্বাদশের বিকৃত OMR শিট প্রকাশ নিয়ে SSC-কে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অবস্থান জানাতে নির্দেশ এসএসসি-কে।
সম্প্রতি, একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন ববিতা সরকার৷ তাঁর আইনজীবী ফিরদৌস সামিম জানান, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ৫ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র (ওএমআর শিট) উদ্ধার করে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে (প্রতীক্ষিত তালিকায়)।
advertisement
আরও পড়ুন: প্রাক পঞ্চায়েত হিংসার আরও এক জলজ্ব্যান্ত ছবি! অনুব্রতের জেলায় উদ্ধার বিজেপি নেতার মৃতদেহ
ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কী ভাবে, কোথায় চাকরি পেয়েছেন, তা পরিষ্কার হয়ে যাবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন, তবে তাঁর শিক্ষিকা হওয়ার আবার সুযোগ আসবে। তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই! এর মধ্যেই দল বদল করলেন প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা
এর আগে ববিতা সরকারের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই চাকরি দেওয়া হয় অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী এই পদে চাকরি পান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 06, 2023 1:49 PM IST