Birbhum News: প্রাক পঞ্চায়েত হিংসার আরও এক জলজ্ব্যান্ত ছবি! অনুব্রতের জেলায় উদ্ধার বিজেপি নেতার মৃতদেহ
- Reported by:SUBHADIP PAL
- hyperlocal
Last Updated:
বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ তৃণমূল দুষ্কৃতিরা খুন করেছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তিব্র উত্তেজনা বীরভূমের মহম্মদবাজারের হিংলো গ্রাম পঞ্চায়েতের সারেন্ডা গ্রামে।
বীরভূম: ভোটের ঠিক আগে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরাই খুন করেছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মহম্মদবাজারের হিংলো গ্রাম পঞ্চায়েতের সারেন্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম দিলীপ মাহারা (৪৮)। তিনি হিংলো পঞ্চায়েতের ২২৪ নম্বর বুথে বিজেপির সহ সভাপতি ছিলেন। এছাড়া, তাঁর স্ত্রী ছবি মাহারা পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, বুধবার রাত থেকে দিলীপের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে গ্রামে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অভিযোগ, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও দাগ রয়েছে। এছাড়া, মৃতদেহের কিছু দূরে একটি গুলির খোলও পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন : ভোটের আর ২৪ ঘণ্টাও বাকি নেই! এর মধ্যেই দল বদল করলেন প্রার্থী, বিভ্রান্ত ভোটাররা
বিজেপির অভিযোগ, দিলীপের স্ত্রী এই বছর পঞ্চায়েত নির্বাচনে চার নম্বর সংসদ থেকে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর মনোনয়ন প্রত্যাহারের জন্য বারবার শাসকদলের পক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছিল। তার পরেই দিলীপের দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: দরজা খুলতেই সামনে রাখা সাদা থান, রজনীগন্ধার মালা! কাঁথিতে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। আমি এবং আমার দল সবরকম সহযোগিতা করবে।” জেলা পুলিশের এক কর্তা জানান, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
Subhadip Pal
Location :
West Bengal
First Published :
July 06, 2023 1:17 PM IST