SSC Scam: সিবিআই আদালতে হঠাৎ হাজির সিট-এর দুই ডিআইজি! নিয়োগ তদন্তে এবার কোন নয়া মোড়?

Last Updated:

আলিপুর সিবিআই বিশেষ আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের দুই ডিআইজি হাজির হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষক নিয়োগ দুর্নীতি অগ্রগতি আনতেই কী এবার সরাসরি ডিআইজি-রা আদালতে গেলেন? এর পর কার পালা?

কলকাতা: বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের তালিকা রয়েছে৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে৷ তা-ও তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এর আগেও বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে৷ কিন্তু, আজ নজর কাড়ল অন্য একটি বিষয়৷ শুক্রবার প্রথম আলিপুর সিবিআই আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে হাজির হলেন এসএসসি সিটের হেড ডিআইজি অশ্বীন সেনভি এবং এসিবি হেড ডিআইজি জয়দেবান।
সিবিআই সূত্রে খবর, কেন টাকা দিয়ে চাকরি প্রাপকদের এখনও গ্রেফতার করা হচ্ছে না, সেই বিষয়টি বিচারকের সামনে ব্যাখ্যা করেন আধিকারিকেরা৷
advertisement
প্রসঙ্গত, এর আগে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের বিরুদ্ধে সিবিআইকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন বিচারক। সেই সময়, যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন, সেই প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই। তাই বিচারকের রোষের মুখে পড়তে হয়েছিল তাদের।
advertisement
আরও পড়ুন: ‘কমিশনার কি আছেন?’, এবার রাজীব সিনহার প্রসঙ্গ উঠল আদালতেও, ক্ষুব্ধ বিচারপতি
আজ আলিপুর কোর্টে শুনানির আগেই বিচারকের সঙ্গে দেখা করেন এসএসসি সিটের আধিকারিকরা। সিবিআইয়ের তরফে জানানো হয়, এই মামলায় আরও বেশ কিছু প্রমাণ পাওয়া বাকি রয়েছে।
আলিপুর সিবিআই বিশেষ আদালতে অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের দুই ডিআইজি হাজির হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষক নিয়োগ দুর্নীতি অগ্রগতি আনতেই কী এবার সরাসরি ডিআইজি-রা আদালতে গেলেন? এর পর কার পালা?
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: সিবিআই আদালতে হঠাৎ হাজির সিট-এর দুই ডিআইজি! নিয়োগ তদন্তে এবার কোন নয়া মোড়?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement