Patna Meet: বিজেপি বিরোধিতায় ‘আমরা এক’, একতা প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ নীতীশের

Last Updated:

এদিন রাহুল-খাড়্গেকে স্বাগত জানাতে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ স্বয়ং। এরপর প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান রাহুল এবং খড়্গে। সেখানে বি আর আমবেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচন কর্মসূচিতে যোগ দেন দুই নেতা।

পটনা: সবার নজর আজ পটনার দিকে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এবং আরজেডি নেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদবের সহযোগিতায় সেখানে আয়োজিত হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মেগা বৈঠক৷ বৈঠকে যোগ দিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধি, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত হয় এই বৈঠক৷ তারপরে যৌথ সাংবাদিক বৈঠক৷
এই বৈঠক চলাকালীনই বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ পোস্টার প্রকাশিত হল আজ৷ একে অপরের সঙ্গে রাজনৈতিক মতানৈক্য থাকলেও যে শুধুমাত্র বিজেপি বিরোধিতার স্বার্থেই তাঁরা এক ছাতার তলায় এসেছেন, সেই বার্তা দিতেই এই পোস্টারের প্রকাশ বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
এদিন রাহুল-খাড়্গেকে স্বাগত জানাতে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ স্বয়ং। এরপর প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান রাহুল এবং খড়্গে। সেখানে বি আর আমবেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচন কর্মসূচিতে যোগ দেন দুই নেতা।
আরও পড়ুন: ‘পদত্যাগ করছেন?’, উত্তরে কী বললেন রাজীব সিনহা? রাজ্যপালের পদক্ষেপের পরেই তুমুল জল্পনা
বৈঠক নীতীশের পক্ষ থেকে ডাকা হলেও বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তা আগেই জানিয়েছে। আর এমন অবস্থায় লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Patna Meet: বিজেপি বিরোধিতায় ‘আমরা এক’, একতা প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ নীতীশের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement