WB panchayat Election 2023: ‘পদত্যাগ করছেন?’, উত্তরে কী বললেন রাজীব সিনহা? রাজ্যপালের পদক্ষেপের পরেই তুমুল জল্পনা

Last Updated:

ঘটনাচক্রে, বুধবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলার রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার ভূমিকা সম্পর্কে একরকম ক্ষোভপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

কলকাতা: তাঁর জয়েনিং রিপোর্ট ফিরিয়ে নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তাহলে কি তিনি রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর ঘিরেই বুধবার রাত থেকে তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে৷ অবশেষে মিললও সেই উত্তর৷ কী বললেন রাজীব সিনহা?
নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবনের পক্ষ থেকেই বিবৃতি দিয়ে রাজ্যপালের এই পদক্ষেপের কথা জানানো হয়৷
আরও পড়ুন: পঞ্চায়েতের মাঝেই লোকসভায় নজর! নীতীশের মেগা বৈঠকে যোগ দিতে পটনায় মমতা-অভিষেক
এর ফলে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা আদৌ কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েই একরকম আইনি জটিলতা তৈরি হয়। এদিন কমিশনের অফিসে ঢোকার আগে এ নিয়ে রাজীব সিনহাকে প্রশ্ন করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা৷
advertisement
advertisement
রাজীবের উদ্দেশে প্রশ্ন করা হয়, তিনি কি তবে পদত্যাগ করছেন? উত্তরে তিনি বলেন, ‘‘এমন কোনও তথ্য পাইনি।’’
ঘটনাচক্রে, বুধবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলার রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার ভূমিকা সম্পর্কে একরকম ক্ষোভপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
advertisement
আরও পড়ুন: প্রচণ্ড গরমে টানা ২৪ ঘণ্টা অবস্থান শেষে অধীর বললেন, ‘নৈতিক জয়!’
প্রধান বিচারপতি বলেন, ‘‘যদি কমিশনার মনে করেন তিনি হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পারছেন না, তা হলে পদ থেকে সরে যান।’’ তার বদলে রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি৷
এরপরেই রাজ ভবনের বিবৃতিতে জানানো হয়, কমিশনার পদে যোগ দেওয়ার পরে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রাজীব সিনহা ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল৷ কিন্তু, তলব করার পরেও তাঁর সঙ্গে দেখা করতে যাননি রাজীব সিনহা৷ এরপরেই তাঁর জয়েনিং রিপোর্ট রাজ্যপাল ফেরত পাঠান বলে জানা গিয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB panchayat Election 2023: ‘পদত্যাগ করছেন?’, উত্তরে কী বললেন রাজীব সিনহা? রাজ্যপালের পদক্ষেপের পরেই তুমুল জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement