Kolkata High Court: ‘কমিশনার কি আছেন?’, এবার রাজীব সিনহার প্রসঙ্গ উঠল আদালতেও, ক্ষুব্ধ বিচারপতি
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্যদিকে, এদিনই ভাঙড় ২ নিয়ে আদালতের দ্বারস্থ হয় ISF৷ তাদের দাবি, মনোনয়ন পত্র প্রত্যাহার না করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে ১০ তৃণমূলপ্রার্থীকে৷
কলকাতা: বুধবারই রাজভবনের তরফে জারি হয়েছে বিবৃতি৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ৷ এ বার এ নিয়ে কথা উঠল কলকাতা হাইকোর্টেও৷ সূত্রের খবর, এদিন পঞ্চায়েত সংক্রান্ত মামলা চলাকালীন কমিশনের আইনজীবীকে এ নিয়ে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা৷
বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘‘নির্বাচন কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তার জয়েনিং রিপোর্ট ফিরিয়ে নিয়েছেন শুনলাম?’’ উত্তরে অবশ্য কমিশনের আইনজীবী তাঁকে আশ্বস্ত করেন, নির্বাচন প্রক্রিয়া চলছে৷ সেই প্রক্রিয়ায় কোনও ছেদ নেই। আইনজীবী এজলাসে বলেন, ‘‘কমিশনার পদে রয়েছেন। কাজ করছেন। কমিশনার আছেন। যেটা শুনছেন সেটা জল্পনা৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের মাঝেই লোকসভায় নজর! নীতীশের মেগা বৈঠকে যোগ দিতে পটনায় মমতা-অভিষেক
অন্যদিকে, এদিনই ভাঙড় ২ নিয়ে আদালতের দ্বারস্থ হয় ISF৷ তাদের দাবি, মনোনয়ন পত্র প্রত্যাহার না করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে ১০ তৃণমূলপ্রার্থীকে৷
অন্যদিকে, জয়ী তৃণমূলপ্রার্থীরা জানান, তাঁদের বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হওয়ার সার্টিফিকেট দিয়েছে কমিশন। আদালতে সেই শংসাপত্র পেশও করেন জয়ীরা। জয়ী ঘোষিত প্রার্থী, কমিশন, রাজ্য একযোগে জানায় হাইকোর্টের এই মামলা শোনার এক্তিয়ার নেই। ইলেকশন পিটিশনেই সমস্যার নিষ্পত্তি সম্ভব।
advertisement
সব শুনে জয়ী ১০ তৃণমূল প্রার্থীকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। আগামিকাল ফের মামলার শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jun 22, 2023 4:07 PM IST








