SSC Scam: কল্যাণময়ের বাড়িতে হানা ইডি-র, চাকরি দুর্নীতিতে জাল গোটাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Scam: পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ির চারিদিকে সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে। সূত্রের খবর, মোট ১৩ টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে।
#কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইডি-র তল্লাশি চলছে। চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি। এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই একই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধান নগরের ইডি দফতর থেকে বেরিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় কাদাপাড়ার ফ্ল্যাটে এসে পৌঁছায়। এই মুহূর্তে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে।
জৈন নামে আর একজনের বাড়িতেও ইডি হানা হয়েছে বলে খবর। জৈন শিক্ষা দফতরের আধিকারিক ছিল। পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ির চারিদিকে সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে। সূত্রের খবর, মোট ১৩ টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। ইডি এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, বাগদা রঞ্জন, পরেশ অধিকারীর বাড়ি সহ রাজ্য মোট ১৩ টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে।
advertisement
advertisement
ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর প্রাপ্ত ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তাতে শিক্ষা দফতরের একাংশ এবং জেলা স্তরে এই চাকরি প্রদানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। দফতরের তৎকালীন মন্ত্রী হিসেবে এই আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন কিনা এবং তার ঘনিষ্ঠ কোন পদাধিকারী এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়গুলি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
পাশাপাশি যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ তাদের একাংশকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সংক্রান্ত যে তথ্য সিবিআই পেয়েছিল তা ইডিকে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2022 12:28 PM IST