Partha Chatterjee: পার্থর বাড়ির নিরাপত্তা রক্ষীদের মোবাইল নিল ইডি, মোট ১৩ জায়গায় তল্লাশি! তুমুল জল্পনা

Last Updated:

Partha Chatterjee: কলকাতার পুলিশের দল বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড করে রেখেছে সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে।

পার্থর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী
পার্থর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী
#কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় চমকদার মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযানে নামে এই কেন্দ্রীয় সংস্থা। শুধু তাই নয় ইডি এসেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তায় থাকা পুলিশদের সকলের মোবাইল নিয়ে নিয়েছে বল খবর। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
কলকাতার পুলিশের দল বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড করে রেখেছে সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে। এদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর। মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতেও শুক্রবার সকালে তদন্ত অভিযানে নেমেছে ইডি। প্রায় ৫ জনের প্রতিনিধি দল গিয়েছে পরেশ অধিকারীর বাড়িতে। একইসঙ্গে বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতেও ইডির দল পৌঁছে গিয়েছে বলে খবর। মেখলিগঞ্জ ও বাগদাতেও ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় শুক্রবার ইডির তল্লাশি অভিযান চলছে বলে খবর।
advertisement
advertisement
সূত্রের খবর, মোট ১৩ টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। ইডি এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, বাগদা রঞ্জন, পরেশ অধিকারীর বাড়ি সহ রাজ্য মোট ১৩ টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে।
advertisement
ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর প্রাপ্ত ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তাতে শিক্ষা দফতরের একাংশ এবং জেলা স্তরে এই চাকরি প্রদানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। দফতরের তৎকালীন মন্ত্রী হিসেবে এই আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন কিনা এবং তার ঘনিষ্ঠ কোন পদাধিকারী এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়গুলি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
পাশাপাশি যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ তাদের একাংশকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সংক্রান্ত যে তথ্য সিবিআই পেয়েছিল তা ইডিকে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থর বাড়ির নিরাপত্তা রক্ষীদের মোবাইল নিল ইডি, মোট ১৩ জায়গায় তল্লাশি! তুমুল জল্পনা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement