CBI Investigation in SSC: এবার আরও বিপাকে...কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে মিলে গেল অনুমতি! দুর্নীতি নিয়ে আলোচনায় সত্যিই কারা ছিল? জানা যাবে এবার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
সেই অডিও-ভিডিও আদালতে জমা দিয়েছে সিবিআই৷ তদন্তের স্বার্থেই তাই এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা৷ তাতেই সায় দিয়েছে আদালত৷
কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বর নমুনা সংগ্রহে অনুমতি৷ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করে সিবিআই৷ সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, পর্ণা বসু-র৷ এবার এই তিনজনোর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি দিল আলিপুর বিশেষ আদালত৷ অনুমতি দেওয়া হয়েছে নাইসার দুই কর্তা নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহেরও৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের এই নমুনা সংগ্রহ করা হবে বলো জানা গিয়েছে৷
সম্প্রতি, তদন্তে এই পাঁচ অভিযুক্তের একটি অডিও ভিডিও রেকর্ডিং হাতে এসেছে সিবিআইয়ের৷ সিবিআই সূত্রে দাবি, ওই অডিও ভিডিও-তে পাঁচ অভিযুক্তকে এক সাথে আলোচনা করতে দেখা যাচ্ছে, এবং দুর্নীতি নিয়েও এই আলোচনা হয়েছে৷
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কোন পরামর্শ দিতে চলেছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জরুরি বৈঠক
advertisement
advertisement
সেই অডিও-ভিডিও আদালতে জমা দিয়েছে সিবিআই৷ তদন্তের স্বার্থেই তাই এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন গোয়েন্দারা৷ তাতেই সায় দিয়েছে আদালত৷
অন্যদিকে, ২০১৬ সালের প্যানেল বাতিল সংক্রান্ত রায়ের প্রেক্ষিতে করা রিভিউ পটিশন বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে৷ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার মূল ত্রুটি ছিল ওএমআর শিট সংরক্ষণে এসএসসির (SSC) ব্যর্থতা। কমিশন পরীক্ষার আসল উত্তরপত্র বা অন্তত তার প্রতিলিপি (মিরর কপি) রাখেনি। এর ফলে নিয়োগের স্বচ্ছতা যাচাই অসম্ভব হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও বেআইনি কার্যকলাপকে আড়াল করার চেষ্টা তদন্তকে আরও জটিল করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 20, 2025 11:18 AM IST