ফের করুণাময়ীতে ধুন্ধুমার এসএসসি নিয়ে, এবার দাবি উঠল নতুন নিয়োগ পরীক্ষার

Last Updated:

চাকরী প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি চাকরী প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন।

#কলকাতা:  নতুন করে এসএসসি চাকরির নোটিফিকেশনের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ। পুলিশি অনুমতি না থাকায় বিক্ষোভ করতে এসে আটক ২৫ জন চাকরী প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরী প্রার্থীরা। অভিযোগ উঠেছে, দীর্ঘ ৬ বছর স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি। অবিলম্বে নোটিফিকেশন জারি করে এসএসসি পরীক্ষার আয়োজন করতে হবে। এই দাবি নিয়েই বিকাশ ভবন অভিযানের ডাক এক দল পরীক্ষার্থীর।
সেই দাবি নিয়েই মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে এসে হাজির হন বেশ কিছু ছাত্রছাত্রী। তাঁদের অভিযানের খবর আগে থেকে পুলিশের কাছে থাকলেও, পুলিশের তরফে ডিসি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, এই অভিযানের কোনও অনুমতি ছিল না পরীক্ষার্থীদের কাছে। সকাল ১০টা থেকেই বিধাননগর পুলিশ, মহিলা পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন ছিল করুণাময়ী মোড়ে। বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসসি চাকরী প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের।
advertisement
advertisement
এরপর চাকরী প্রার্থীদের গাড়িতে তোলা হয়। চাকরী প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি চাকরী প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন। জমা করতে চেয়েছিলেন ডেপুটেশন। কিন্তু তাঁদের অভিযান শুরুর অনেক আগেই তাঁদের বল প্রয়োগ করে আটক করা হয়।
advertisement
পরীক্ষা প্রার্থীদের আরও অভিযোগ, তাঁদের বয়স বাড়ছে। অন্যদিকে চাকরির কোনও নোটিশ সরকারের তরফে দেওয়া হচ্ছে না। ফলত তাঁরা পিছিয়ে পড়ছেন। চাকরির সুযোগ কমেই যাচ্ছে দিনের পর দিন। তাই অবিলম্বে এসএসসি নোটিফিকেশনের দাবিতেই তাঁদের এই বিকাশ ভবন অভিযান। চাকরী প্রার্থীদের আটক হওয়া জনা ২৫কে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের করুণাময়ীতে ধুন্ধুমার এসএসসি নিয়ে, এবার দাবি উঠল নতুন নিয়োগ পরীক্ষার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement