ফের করুণাময়ীতে ধুন্ধুমার এসএসসি নিয়ে, এবার দাবি উঠল নতুন নিয়োগ পরীক্ষার
- Published by:Teesta Barman
Last Updated:
চাকরী প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি চাকরী প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন।
#কলকাতা: নতুন করে এসএসসি চাকরির নোটিফিকেশনের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ। পুলিশি অনুমতি না থাকায় বিক্ষোভ করতে এসে আটক ২৫ জন চাকরী প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরী প্রার্থীরা। অভিযোগ উঠেছে, দীর্ঘ ৬ বছর স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি। অবিলম্বে নোটিফিকেশন জারি করে এসএসসি পরীক্ষার আয়োজন করতে হবে। এই দাবি নিয়েই বিকাশ ভবন অভিযানের ডাক এক দল পরীক্ষার্থীর।
সেই দাবি নিয়েই মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে এসে হাজির হন বেশ কিছু ছাত্রছাত্রী। তাঁদের অভিযানের খবর আগে থেকে পুলিশের কাছে থাকলেও, পুলিশের তরফে ডিসি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, এই অভিযানের কোনও অনুমতি ছিল না পরীক্ষার্থীদের কাছে। সকাল ১০টা থেকেই বিধাননগর পুলিশ, মহিলা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন ছিল করুণাময়ী মোড়ে। বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসসি চাকরী প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের।
advertisement
advertisement
এরপর চাকরী প্রার্থীদের গাড়িতে তোলা হয়। চাকরী প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি চাকরী প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন। জমা করতে চেয়েছিলেন ডেপুটেশন। কিন্তু তাঁদের অভিযান শুরুর অনেক আগেই তাঁদের বল প্রয়োগ করে আটক করা হয়।
advertisement
আরও পড়ুন: হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা কবে? জেনে নিন
পরীক্ষা প্রার্থীদের আরও অভিযোগ, তাঁদের বয়স বাড়ছে। অন্যদিকে চাকরির কোনও নোটিশ সরকারের তরফে দেওয়া হচ্ছে না। ফলত তাঁরা পিছিয়ে পড়ছেন। চাকরির সুযোগ কমেই যাচ্ছে দিনের পর দিন। তাই অবিলম্বে এসএসসি নোটিফিকেশনের দাবিতেই তাঁদের এই বিকাশ ভবন অভিযান। চাকরী প্রার্থীদের আটক হওয়া জনা ২৫কে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 2:19 PM IST