SIR Update: যোগ্য নাগরিক যাতে বঞ্চিত না হন তাই মায়াপুর ইসকনে বিশেষ ক্যাম্প, উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার

Last Updated:

SIR Update: নিজের স্ত্রীকে এস আইআরএর শুনানির নোটিশ ধরালেন বিএলও। নিজের নামের শুনানির নোটিস নিজেই নিলেন। এই অভিনব ঘটনা ঘটেছে কেতুগ্রামের ভ্রমরকোল গ্রামের ১৬৫ নম্বর বুথে।

বিশেষ পদক্ষেপ
বিশেষ পদক্ষেপ
কলকাতা: আগামী ৩রা মার্চ মায়াপুরের ইসকনে একটি বিশেষ ভোটার ক্যাম্পের আয়োজন করতে চলেছে নির্বাচন কমিশন। মূলত ইসকনে দীর্ঘদিন ধরে বসবাসকারী সেই সমস্ত বিদেশি ভক্ত, যাঁরা ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ক্যাম্পে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফর্ম বিলি করা হবে। পাশাপাশি, ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে, কোন কোন নথি লাগবে, এবং পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করতে হবে— সে বিষয়েও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ, শুধুমাত্র ফর্ম দেওয়াই নয়, ভোটার হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ায় হাতে-কলমে সহায়তা করা হবে।
advertisement
advertisement
এই গুরুত্বপূর্ণ ক্যাম্পে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তাঁর উপস্থিতি এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই নাগরিকত্ব অর্জন করেছেন, তাঁদের প্রত্যেকেরই ভোটাধিকার পাওয়া সাংবিধানিক অধিকার— এবং সেই অধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
advertisement
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মায়াপুর ইসকনের এই ক্যাম্পটি একটি সূচনা মাত্র। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন এলাকাতেও একই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে, যাতে কোনও যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। নাগরিকত্ব পাওয়ার পরও অনেক ক্ষেত্রে তথ্যের অভাব বা প্রক্রিয়াগত জটিলতার কারণে ভোটার তালিকায় নাম ওঠে না— সেই সমস্যার সমাধান করতেই নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Update: যোগ্য নাগরিক যাতে বঞ্চিত না হন তাই মায়াপুর ইসকনে বিশেষ ক্যাম্প, উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement