West Bengal Election Results 2021: ভবানীপুরে এগিয়ে শোভনদেব, লিড সুব্রত-অরূপ-ফিরহাদেরও! কলকাতা তৃণমূলেরই?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে প্রায় ২২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
#কলকাতা: অন্তিম প্রহরে বাংলার লড়াই। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ চলছে (West Bengal Election Results)। আর সেই প্রাথমিক স্তরে দেখা যাচ্ছে, কলকাতায় (Kolkat Election Result) এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরাই (TMC Advantage)। প্রথম রাউন্ড গণনার শেষে যা খবর মিলছে, তাতে দেখা যাচ্ছে, কলকাতা ভরসা রাখছে তৃণমূলেই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হেভিওয়েট টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বিজেপির বাবুল সুপ্রিয়। ৯ হাজার ৮৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে প্রায় ২২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
একইভাবে, কলকাতা বন্দর কেন্দ্রে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৬,৩০০ ভোটে এগিয়ে। এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান। বস্তুত বাংলায় আট দফার ভোটে একদম শেষের দিকে ভোট হয়েছে কলকাতায়। তৃণমূলের গড় হয়ে ওঠা কলকাতায় বেশ কিছু আসন ছিনিয়ে নিতে কোমর বেঁধে নেমেছিল বিজেপি। কিন্তু প্রাথমিক ফল প্রকাশের ট্রেন্ড বলছে, মহানগর এখনও আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই।
advertisement
এখনও পর্যন্ত গোটা রাজ্যে যে গণনা হয়েছে, তাতে ১৫২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, বিজেপি এগিয়ে ১১২ আসনে আর সংযুক্তা মোর্চা এগিয়ে মাত্র ৬টি আসনে। এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের হার অনুযায়ী, তৃণমূল ৫৩%, বিজেপি ৩৪%, সংযুক্ত মোর্চা ৭% ভোট পেয়েছে।
advertisement
এগিয়ে রয়েছেন তৃণমূলের সুজিত বসু, হুগলির চণ্ডীতলায় এগিয়ে তৃণমূল-পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, অভিনেতা যশ দাশগুপ্ত। চণ্ডীতলায় পিছিয়ে মহম্মদ সেলিম। এগিয়ে তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। প্রথম রাউন্ডে গণনা শেষে জলপাইগুড়ি জেলার ৭ আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি। রাজগঞ্জে এগিয়ে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হওয়া শীতলখুচিতে এগিয়ে তৃণমূলের পার্থপ্রতিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 10:00 AM IST










