South Calcutta Law College Case: পুলিশের হাতে এবার জাইবের CCTV ফুটেজ! ঘটনার মাঝেই কলেজের বাইরে...মিলিয়ে দেখা হচ্ছে সব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
যদিও ইনহেলার দিয়ে সাময়িক সুস্থ করিয়েও ছাড়া হয়নি ওই ছাত্রীকে৷ সে ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরতে গেলে ফের তাকে আটকানো হয়৷ নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় কলেজের মূল গেট৷ তার পর তাকে টেনে হিঁচড়ে প্রথমে ইউনিয়ন রুমে ও তার পর গার্ড রুমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অত্যাচার চালানোর পরে তাকে ফেলে রেখে বেরিয়ে যায় মনোজিৎ, জাইব, প্রমিতরা৷
কলকাতা: গত ২৫ জুন বিকেলের পর থেকে ঠিক কী কী ঘটেছিল? ইতিমধ্যেই নির্যাতিতার বয়ানের সঙ্গে মিল পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজের৷ নিজের বয়ানে নির্যাতিতা জানিয়েছিলেন, ওই দিন প্রথম জবরদস্তির সময় প্যানিক অ্যাটাক হয়েছিল তাঁর৷ সেই সময় মূল অভিযুক্তের নির্দেশে তাঁকে ওষুধের দোকান থেকে ইন হেলার কিনে এনে দেওয়া হয়েছিল৷ সোমবার সেই তথ্যও খুঁটিয়ে দেখতে শুরু করলেন তদন্তকারীরা৷ জানা গেছে, ইতিমধ্যেই সামনে এসেছে এই সংক্রান্ত একটা অকাট্য প্রমাণ৷
নিজের অভিযোগ পত্রে নির্যাতিতা জানিয়েছেন, ঘটনার দিন যখন তিনি শেষমেশ ইউনিয়ন রুম থেকে বেরতে যাচ্ছিলেন, তখন মনোজিতের ইশারায় তাঁকে ও মনোজিৎকে ইউনিয়ন রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় জায়েব ও প্রমিত৷
ইউনিয়ন রুমের ভিতরে ওই ছাত্রীর সঙ্গে জোর করে শরীরি সম্পর্ক স্থাপন করতে যায় মূল অভিযুক্ত৷ গায়ের জোরে তাকে আটকাতে থাকেন নির্যাতিতা৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকেন৷ এই সময় তাঁর প্যানিক অ্যাটাক হয়৷ শ্বাস নিতে পাচ্ছিলেন না৷ পরিস্থিতি বেগতিক দেখে দরজা খুলে জাইব ও প্রমিতকে ডাকেন মনোজিৎ৷ তখনই নির্যাতিতার জন্য ওষুধের দোকানে ইনহেলার আনতে গিয়েছিল জাইব৷
advertisement
advertisement
কসবার ধর্ষণের ঘটনার দিন এক যুবক যে মেডিসিনের দোকানে এসে ইনহেলার নিয়েছিল সেই দোকানের মালিকের ছবি বাইট সব পাঠাবো। পুলিশ এসে এই দোকান থেকেও ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে এমনকি যে বিল হয়েছিল সেই কপিও নিয়ে গিয়েছে৷
advertisement
জাইব আহমেদ ২৫ জুন বিকালের পরে এই ওষুধের দোকানে গিয়েছিল৷ দোকানে ঢোকার আগে বেশ কয়েকবার সে বাইরে ঘোরাঘুরিও করে৷ তারপরে ভিতরে ঢুকে একটি ইনহেলার কিনে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়৷ পুলিশের পক্ষ থেকে সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
যদিও ইনহেলার দিয়ে সাময়িক সুস্থ করিয়েও ছাড়া হয়নি ওই ছাত্রীকে৷ সে ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরতে গেলে ফের তাকে আটকানো হয়৷ নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় কলেজের মূল গেট৷ তার পর তাকে টেনে হিঁচড়ে প্রথমে ইউনিয়ন রুমে ও তার পর গার্ড রুমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অত্যাচার চালানোর পরে তাকে ফেলে রেখে বেরিয়ে যায় মনোজিৎ, জাইব, প্রমিতরা৷
advertisement
ইতিমধ্যেই ওই কলেজে জাইবের ভর্তি হওয়া প্রশ্নের মুখে পড়েছে৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ লিখেছেন, ‘সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত জাইব আহমেদ, CULET-UG 2024-এ হতাশাজনক 2634 র্যাঙ্ক অর্জন করা সত্ত্বেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে – ভর্তি হয়েছিলেন!’
মালব্য লেখেন, ‘এদিকে, যাঁরা অনেক ভাল র্যাঙ্ক পেয়েছেন, মেধাবী এবং আইন মেনে চলা ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আপনাকে স্বাগত – যেখানে আইনের শাসনকে উপহাস করা হয় এবং রাজনৈতিক সংযোগ থাকা অপরাধীদের রক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়।’ তিনি প্রশ্ন তুলেছেন, এত পিছনে র্যাঙ্ক থাকা সত্ত্বেও জাইব কীভাবে এই ল কলেজে পড়ার সুযোগ পেয়েছে এবং কারা তাঁকে আড়াল করার চেষ্টা করছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 30, 2025 5:29 PM IST