South Calcutta Law College Case: গ্রেফতারির সন্ধেতেই দুই মাথা একসঙ্গে...৬:২৫-এ কী করছিল মনোজিৎ-জাইব? কার সঙ্গে দেখা করে শলা-পরামর্শ..এবার তদন্ত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
এছাড়া, ঘটনার সময় অপর অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷
কলকাতা: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তদন্ত করছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল৷ জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ৷ তদন্তকারীরা তিন অভিযুক্তেরই মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড (সিডিআর) ক্রস চেক করছে৷ এই বিষয়ে বার্তাসংস্থা পিটিআই-কে এক তদন্তকারী নাকি বলেন, ‘‘আমরা দেখতে পেয়েছি ঘটনার পরদিন সকালে মনোজিতের নম্বর থেকে কলেজের ভিপিকে ফোন করা হয়।’’ পাশাপাশি, পুলিশ একটি ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে। সেখানে অভিযুক্ত জাইব আহমেদকে দেখা গিয়েছে। সে সেখানে ইনহেলার কিনতে গিয়েছিল। এবার জাইব ও মনোজিতের গতিবিধির আরেক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের৷
গত ২৬ জুন সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে জাইব ও প্রমিতকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মনোজিৎকে।
এবার জানা গিয়েছে, গ্রেফতারির সন্ধ্যায় ফার্ণ রোডে কোনও একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব? কে সেই ব্যক্তি? জানতে মরিয়া বিশেষ তদন্তকারী দল সিট-এর তদন্তকারীরা৷ বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে মনোজিৎ ও জইব সেদিন একসঙ্গেই ছিল৷ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে টিএল ফার্ন রোডের কাছে মনোজিৎ ও জইবের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে৷ কার সাথে দেখা করতে গিয়েছিলেন দু’জন? তিন অভিযুক্তকে একসাথে বসিয়েই বেশ কিছু বিষয় নিয়ে জেরা করতে চাইছেন সিটের সদস্যরা৷
advertisement
advertisement
এছাড়া, ঘটনার সময় অপর অভিযুক্ত জাইব যে মেডিসিন শপে ইনহেলার কিনতে গিয়েছিল, তার CCTV ফুটেজেও পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওই ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, জাইব নগদ এবং ইউপিআই দু’ভাগে ইনহেলারের টাকা দিতে চেয়েছিল৷
advertisement
প্রথম দফা জবরদস্তির সময় নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয় বলে অভিযোগ পত্রে জানিয়েছিলেন ওই ছাত্রী৷ সেই সময় জাইবকে দিয়ে ইনহেলার কিনতে পাঠায় মনোজিৎ৷ পরে ইনহেলার নিয়ে সুস্থ হওয়ার পরেও নির্যাতিতাকে বেরতে দেওয়া হয়নি কলেজ থেকে৷ বরং তাকে জোর করে কলেজে ঢুকিয়ে গার্ডরুমে নিয়ে গিয়ে চলে অত্যাচার৷
advertisement
যদিও আদালতে মনোজিতের আইনজীবী দাবি করেছেন, ধর্ষণ নয়, সেদিন যা হয়েছিল উভয়পক্ষের সম্মতিক্রমেই হয়েছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 02, 2025 1:55 PM IST