Sudden Heart attack and Covid-19 Vaccine: হঠাৎ হার্ট অ্যাটাকে বাড়ছে মৃত্যু, কারণ কি করোনার ভ্যাকসিন? ICMR এবং AIIMS-এর বিস্তারিত রিপোর্ট প্রকাশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজ্ঞানী এবং সরকারের তরফে জানানো হয়েছে, কোনও প্রমাণ ছাড়া ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তোলা বিপজ্জনক। এর ফলে মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়তে পারে এবং তারা ভ্যাকসিন নিতে দ্বিধা করতে পারেন, যা দেশের জন্য ভাল নয়।
advertisement
কর্ণাটকের হাসান জেলায় একদিনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের৷ এর মধ্যে তো লেপাক্ষী বলে একজন হঠাৎ ক্লান্ত লাগছে বলতে বলতেই হঠাৎ কোল্যাপ্স করে যান৷ আরেক জন অধ্যাপক চা খেতে খেতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের ২১ জনের মধ্যে ৫ জন ১৯-২৫ বছর বয়সি, ৮ জন ২৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে৷ মৃতদের মধ্যে প্রায় দুই-ততীয়াংশের বয়স ৪৫ বছরের কম৷
advertisement
advertisement
তারপর থেকেই আলোচনা জোড়াল হয় যে কোভিড-১৯ টিকা নেওয়ার পর থেকে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে কম বয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে৷ তরুণদের মধ্যে এই ক্রমবর্ধমান আকস্মিক মৃত্যুর সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে৷ তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কত? হার্ট অ্যাটাক এবং করোনা টিকার কোনও যোগসূত্র আছে কিনা, করোনা ভ্যাকসিন কি হার্ট অ্যাটাকের জন্য দায়ী? এই সমস্ত প্রশ্নের এবার উত্তর দিয়েছে ICMR এবং AIIMS৷
advertisement
advertisement
advertisement
ICMR-এর জাতীয় মহামারিবিদ্যা ইনস্টিটিউট (NIE) ২০২৩ সালের মে থেকে অগাস্টের পরিসংখ্যান নিয়ে এই গবেষণা করেছে। এতে ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি বড় হাসপাতাল থেকে তথ্য নেওয়া হয়েছিল। এতে ১৮ থেকে ৪৫ বছর বয়সি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাঁরা আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে হঠাৎ মারা গিয়েছেন। এই গবেষণার ফলাফলে স্পষ্ট হয়েছে যে কোভিড-১৯ টিকা গ্রহণ করলে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ে না।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশের বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে আকস্মিক মৃত্যুর বিষয়টি তদন্ত করা হয়েছে। এই গবেষণাগুলি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করেছে যে কোভিড ১৯ টিকাকরণ এবং দেশে আকস্মিক মৃত্যুর রিপোর্টের মধ্যে সরাসরি কোনও যোগসূত্র নেই৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) এর গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে ভারতে COVID-19 টিকা নিরাপদ এবং কার্যকর, গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। হঠাৎ হৃদরোগে মৃত্যু বিভিন্ন কারণের কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে জেনেটিক্স, জীবনধারা, পূর্ব-বিদ্যমান অবস্থা এবং কোভিড-পরবর্তী জটিলতা’
advertisement
কী বেরিয়ে এসেছে? হঠাৎ মৃত্যু এবং কোভিড ভ্যাকসিনের মধ্যে কোনও বৈজ্ঞানিক বা চিকিৎসাগত যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ হল জীবনধারা (খাদ্য, মানসিক চাপ, অ্যালকোহল-সিগারেট), জিনগত কারণ এবং আগে থেকে থাকা কোনও রোগ। কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং জীবনদায়ী বলে দাবি করা হয়েছে ওই গবেষণার রিপোর্টে৷
advertisement