Sourav Ganguly at Raj Bhawan: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই হঠাৎ রাজ ভবনে সৌরভ, তুমুল জল্পনা

Last Updated:

কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ৷

রাজ্যপাল- সৌরভ সাক্ষাৎ৷
রাজ্যপাল- সৌরভ সাক্ষাৎ৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্র হয়েছে৷ মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই আজ রাজ ভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন রাজ্যপাল৷ এই আবহেই মঙ্গলবার রাজভবেন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজের আচমকা রাজ ভবন সফর নিয়ে জল্পনা ছড়াতেও দেরি হয়নি৷ যদিও ঘনিষ্ঠ মহলে সেরকম কোনও সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন সৌরভ নিজেই৷
এ দিন বিকেলে নিজের দুই বন্ধুর সঙ্গে রাজভবনে যান সৌরভ৷ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস ছাড়াও আরও এক বন্ধু ছিলেন৷ সূত্রের খবর, এই দ্বিতীয় বন্ধুর সূত্রেই সৌরভ এ দিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন৷ কারণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌরভের এই বন্ধুর পূর্ব পরিচয় ছিল৷
advertisement
রাজ ভবন থেকে বেরনোর সময় সৌরভ নিজে অবশ্য সংবাদমাধ্যমকে কিছু বলেননি৷ যদিও প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিছক সৌজন্য সাক্ষাতেই এ দিন রাজ ভবনে গিয়েছিলেন মহারাজ৷ রাজ্যপালের সঙ্গে কথা হলেও সেখানে পঞ্চায়েত ভোট বা পশ্চিমবঙ্গ দিবস পালনের কোনও প্রসঙ্গই ওঠেনি৷
advertisement
প্রসঙ্গত কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ৷ বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাবে সৌরভ সাড়া দেওয়ায় তাঁঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়৷ সেই আলোচনা থিতিয়ে যেতে না যেতেই এ দিন রাজ ভবনে পা দিলেন মহারাজ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly at Raj Bhawan: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই হঠাৎ রাজ ভবনে সৌরভ, তুমুল জল্পনা
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement