Saugata Roy: খেয়েছেন চা-বিস্কুট, রাতের খাবার, এখন কেমন আছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? সম্পূর্ণ আপডেট দিল হাসপাতাল

Last Updated:

Saugata Roy: কে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন অনেকটাই ভাল আছেন সৌগত রায়। দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। হাসপাতাল সূত্রে আপডেট দিয়ে জানানো হয়েছে সাংসদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

 তৃণমূল সাংসদ সৌগত রায়
তৃণমূল সাংসদ সৌগত রায়
কলকাতা: বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন অনেকটাই ভাল আছেন সৌগত রায়। দক্ষিণ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। হাসপাতাল সূত্রে আপডেট দিয়ে জানানো হয়েছে সাংসদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সন্ধ্যায় তিনি চা বিস্কুট খেয়েছেন। রাতের খাবারেও পুষ্টিবিদের নির্ধারিত পরিমিত খাবার খেয়েছেন তিনি।
শরীরের বিভিন্ন প্যারামিটার এখন অনেকটাই ঠিক আছে বলেও জানা যাচ্ছে হাসপাতালের রাতের আপডেট থেকে। খানিকটা আচ্ছন্ন ভাব নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি হন সাংসদ। সূত্রের খবর শনিবার থেকেই তার লুজ মোশন চলছিল।এছাড়া আগে স্নায়ুর সমস্যা ছিল। তবে বর্তমানে অনেকটাই স্থিতিশীল সৌগত রায়। মস্তিষ্কের সিটি স্ক্যান করে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। গত মাসেই পেসমেকার বসানো হয়েছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
advertisement
সেবারই পেসমেকার বসানো হয়েছিল সৌগত রায়ের। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। কিন্তু রবিবার দুপুরে বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়। তবে রাতে তাঁর শারীরিক অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে ইঙ্গিত। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বর্ষীয়ান নেতা ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy: খেয়েছেন চা-বিস্কুট, রাতের খাবার, এখন কেমন আছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? সম্পূর্ণ আপডেট দিল হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement