Sonali Guha: তৃণমূলে ফিরতে কেঁদে ভাসিয়েছিলেন! সেই সোনালির ফের ভোলবদল, নিশানায় মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন হরিশ মুখার্জী স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন সরকারি কর্মচারীরা৷ মিছিল শেষে সভার আয়োজন করা হয়৷
কলকাতা: একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী৷ কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট না দেওয়ায় বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিজেপি-ও তাঁকে টিকিট দেয়নি৷ শেষ পর্যন্ত ফল ঘোষণা হতেই তৃণমূলের বিপুল জয়ের পর দলে ফিরিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কেঁদে ভাসিয়েছিলেন৷ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘জল ছাড়া মাছ বাঁচে না৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচব না৷’
যদিও প্রাক্তন বিধায়ক সোনালি গুহকে নিয়ে মনোভাব নরম করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত দু’ বছরে সোনালিও কার্যত প্রচারের অন্তরালেই চলে গিয়েছিলেন৷ বিজেপি-র কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে৷ সেই সোনালি গুহই হঠাৎ শুভেন্দু অধিকারীর হাত ধরে শনিবার হাজরায় ডিএ-র আন্দোলনকারীদের মঞ্চে হাজির হলেন৷ মমতার বাড়ির অদূরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষও করতে শোনা গেল সোনালিকে৷
advertisement
advertisement
এ দিন হরিশ মুখার্জী স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন সরকারি কর্মচারীরা৷ মিছিল শেষে সভার আয়োজন করা হয়৷ নামে অরাজনৈতিক হলেও সেই সভায় হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু বক্তব্য রাখার সময়ই সোনালি গুহর কথা উল্লেখ করেন৷ বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই মমতাকে নিশানা করেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক৷
advertisement
সোনালি গুহ বলেন, ‘এই মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন, যদি কেন্দ্রের হারে ডিএ না দেওয়া হয়, তাহলে বামফ্রন্টের থাকার দরকার নেই৷ তাহলে দিদি আপনিও কেন্দ্রের হারে দিয়ে দিন, না হলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান৷’
advertisement
এখানেই না থেমে প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগ করেন, ‘দিদি আপনিই স্লোগান দিযেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না৷ আর এখন দিদি তুমি খাবে আর তোমার ভাইপো খাবে, তা হবে না, তা হবে না৷’
এ দিন সোনালিও স্পষ্ট করে দেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি ওই মঞ্চে এসেছেন৷ বিজেপি-র হয়ে ফের সোনালি সক্রিয় হন কি না, সেটাই এখন দেখার৷ যদিও সোনালির মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 5:16 PM IST