Sonali Guha: তৃণমূলে ফিরতে কেঁদে ভাসিয়েছিলেন! সেই সোনালির ফের ভোলবদল, নিশানায় মমতা

Last Updated:

এ দিন হরিশ মুখার্জী স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন সরকারি কর্মচারীরা৷ মিছিল শেষে সভার আয়োজন করা হয়৷

মমতাকেই নিশানা সোনালির৷
মমতাকেই নিশানা সোনালির৷
কলকাতা: একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী৷ কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট না দেওয়ায় বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিজেপি-ও তাঁকে টিকিট দেয়নি৷ শেষ পর্যন্ত ফল ঘোষণা হতেই তৃণমূলের বিপুল জয়ের পর দলে ফিরিয়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কেঁদে ভাসিয়েছিলেন৷ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘জল ছাড়া মাছ বাঁচে না৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বাঁচব না৷’
যদিও প্রাক্তন বিধায়ক সোনালি গুহকে নিয়ে মনোভাব নরম করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত দু’ বছরে সোনালিও কার্যত প্রচারের অন্তরালেই চলে গিয়েছিলেন৷ বিজেপি-র কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে৷ সেই সোনালি গুহই হঠাৎ শুভেন্দু অধিকারীর হাত ধরে শনিবার হাজরায় ডিএ-র আন্দোলনকারীদের মঞ্চে হাজির হলেন৷ মমতার বাড়ির অদূরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষও করতে শোনা গেল সোনালিকে৷
advertisement
advertisement
এ দিন হরিশ মুখার্জী স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন সরকারি কর্মচারীরা৷ মিছিল শেষে সভার আয়োজন করা হয়৷ নামে অরাজনৈতিক হলেও সেই সভায় হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দু বক্তব্য রাখার সময়ই সোনালি গুহর কথা উল্লেখ করেন৷ বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই মমতাকে নিশানা করেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক৷
advertisement
সোনালি গুহ বলেন, ‘এই মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন, যদি কেন্দ্রের হারে ডিএ না দেওয়া হয়, তাহলে বামফ্রন্টের থাকার দরকার নেই৷ তাহলে দিদি আপনিও কেন্দ্রের হারে দিয়ে দিন, না হলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান৷’
advertisement
এখানেই না থেমে প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগ করেন, ‘দিদি আপনিই স্লোগান দিযেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না৷ আর এখন দিদি তুমি খাবে আর তোমার ভাইপো খাবে, তা হবে না, তা হবে না৷’
এ দিন সোনালিও স্পষ্ট করে দেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি ওই মঞ্চে এসেছেন৷ বিজেপি-র হয়ে ফের সোনালি সক্রিয় হন কি না, সেটাই এখন দেখার৷ যদিও সোনালির মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sonali Guha: তৃণমূলে ফিরতে কেঁদে ভাসিয়েছিলেন! সেই সোনালির ফের ভোলবদল, নিশানায় মমতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement