DA rally in Kolkata: ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে দিয়ে মিছিল, ছুঁয়ে গেল মমতার পাড়াও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
এ দিনের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা ছিলই৷ যদিও নির্বিঘ্নেই শেষ হয় মিছিল৷
কলকাতা: ডিএ-র দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করলেন সরকারি কর্মচারীরা৷ ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অনেক দিন ধরেই অবস্থান করছিলেন আন্দোলনকারীরা৷ সেই অবস্থান ধরনার একশো দিন পূরণ উপলক্ষে এ দিনের মহামিছিলের ডাক দেওয়া হয়৷
যদিও প্রথমে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি৷ পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা৷ হাইকোর্টের অনুমতিতেই শেষ পর্যন্ত এই মিছিল হয়৷
advertisement
মিছিল উপলক্ষে এ দিন হাজার হাজার সরকারি কর্মচারী কলকাতায় সমবেত হন৷ বেলা ১টায় হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়৷ হরিশ মুখার্জী রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল এগিয়ে যায়৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে মিছিলকে ঘেঁষতে দেওয়া হয়নি৷ মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল পুলিশ৷ প্রস্তুত রাখা হয়েছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, জল কামান৷
advertisement
তৃণমূল আমলে শেষ কবে হরিশ মুখার্জী রোড বা কালীঘাট অঞ্চলে কোনও অরাজনৈতিক সংগঠনের এত বড় মাপের মিছিল হয়েছে, তা মনে করা যাচ্ছে না৷ অধিকাংশ ক্ষেত্রেই আন্দোলনকারীদের হরিশ মুখার্জী রোড বা হরিশ চ্যাটার্জী স্ট্রিটের অনেক আগে আটকে দিত পুলিশ৷ এ ক্ষেত্রে অবশ্য হাইকোর্টের দেওয়া শর্ত মেনে শান্তিপূর্ণ মিছিল হল৷
advertisement
এ দিনের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা ছিলই৷ যদিও নির্বিঘ্নেই শেষ হয় মিছিল৷ তৃণমূলের দলীয় দফতরও পড়েছে মিছিলের পথে৷ তৃণমূলের অফিসের সামনে পৌঁছতেই মিছিল থেকে হাততালির ঝড় ওঠে৷ বাড়ে স্লোগানের মাত্রা৷
এ দিন অবশ্য মিছিলকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের মধ্যেই মতানৈক্য দেখা দেয়৷ ফলে হরিশ মুখার্জী রোডে পৌঁছনোর আগেই মিছিল ছেড়ে বেরিয়ে যান কয়েকটি সংগঠনের সদস্যরা৷ যদিও তাতে মিছিলে খুব একটা প্রভাব পড়েনি৷ হরিশ মুখার্জী রোড, হরিশ পার্ক লাগোয়া বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল ফের হাজরা মোড়ে এসেই শেষ হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 2:13 PM IST