DA rally in Kolkata: ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে দিয়ে মিছিল, ছুঁয়ে গেল মমতার পাড়াও

Last Updated:

এ দিনের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা ছিলই৷ যদিও নির্বিঘ্নেই শেষ হয় মিছিল৷

ডিএ-র দাবিতে হরিশ মুখার্জী রোডে সরকারি কর্মচারীদের মিছিল৷
ডিএ-র দাবিতে হরিশ মুখার্জী রোডে সরকারি কর্মচারীদের মিছিল৷
কলকাতা: ডিএ-র দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করলেন সরকারি কর্মচারীরা৷ ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অনেক দিন ধরেই অবস্থান করছিলেন আন্দোলনকারীরা৷ সেই অবস্থান ধরনার একশো দিন পূরণ উপলক্ষে এ দিনের মহামিছিলের ডাক দেওয়া হয়৷
যদিও প্রথমে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি৷ পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা৷ হাইকোর্টের অনুমতিতেই শেষ পর্যন্ত এই মিছিল হয়৷
advertisement
মিছিল উপলক্ষে এ দিন হাজার হাজার সরকারি কর্মচারী কলকাতায় সমবেত হন৷ বেলা ১টায় হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়৷ হরিশ মুখার্জী রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল এগিয়ে যায়৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে মিছিলকে ঘেঁষতে দেওয়া হয়নি৷ মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল পুলিশ৷ প্রস্তুত রাখা হয়েছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, জল কামান৷
advertisement
তৃণমূল আমলে শেষ কবে হরিশ মুখার্জী রোড বা কালীঘাট অঞ্চলে কোনও অরাজনৈতিক সংগঠনের এত বড় মাপের মিছিল হয়েছে, তা মনে করা যাচ্ছে না৷ অধিকাংশ ক্ষেত্রেই আন্দোলনকারীদের হরিশ মুখার্জী রোড বা হরিশ চ্যাটার্জী স্ট্রিটের অনেক আগে আটকে দিত পুলিশ৷ এ ক্ষেত্রে অবশ্য হাইকোর্টের দেওয়া শর্ত মেনে শান্তিপূর্ণ মিছিল হল৷
কালীঘাট, হাজরা মোড় এলাকাকে তৃণমূলের আঁতুড়ঘর বলা চলে৷ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির ঢিলছোড়া দূরত্বে রাজ্য সরকারের বিরোধিতা করে এই মিছিল কার্যত নজিরবিহীন বলা চলে৷ হরিশ মুখার্জী রোড থেকে হরিশ চ্যাটার্জী রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে ঢোকার প্রতিটি গলির মুখ আটকে দেয় পুলিশ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও ছিল কড়া পুলিশি নিরাপত্তা৷
advertisement
এ দিনের মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা ছিলই৷ যদিও নির্বিঘ্নেই শেষ হয় মিছিল৷ তৃণমূলের দলীয় দফতরও পড়েছে মিছিলের পথে৷ তৃণমূলের অফিসের সামনে পৌঁছতেই মিছিল থেকে হাততালির ঝড় ওঠে৷ বাড়ে স্লোগানের মাত্রা৷
এ দিন অবশ্য মিছিলকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের মধ্যেই মতানৈক্য দেখা দেয়৷ ফলে হরিশ মুখার্জী রোডে পৌঁছনোর আগেই মিছিল ছেড়ে বেরিয়ে যান কয়েকটি সংগঠনের সদস্যরা৷ যদিও তাতে মিছিলে খুব একটা প্রভাব পড়েনি৷ হরিশ মুখার্জী রোড, হরিশ পার্ক লাগোয়া বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল ফের হাজরা মোড়ে এসেই শেষ হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA rally in Kolkata: ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে দিয়ে মিছিল, ছুঁয়ে গেল মমতার পাড়াও
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement