পুরসভার স্কুলে সিসিটিভি, আরও কত কী! ধাপার মাঠের এই স্কুলই এখন পুরসভার প্রথম স্মার্ট স্কুল

Last Updated:

Smart School: রংচঙে কার্টুন আঁকা দেওয়াল, ক্লাসরুমে ছোটা ভীম। বেসরকারি স্কুলের মতোই ঝা চকচকে ক্লাস রুম। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ধাপার প্রাইমারি স্কুলের সত্যিই যেন ভোল বদল।

এই সেই স্কুল
এই সেই স্কুল
#কলকাতা: পুরসভার স্কুলে সিসিটিভি? অবাক হচ্ছেন! এখানেই শেষ নয়, স্মার্ট টিভি সহ ই-লার্নিং ক্লাসরুম! বাস্তবেই ধাপার মাঠে বিদ্যাসাগর প্রাথমিক স্কুল এখন পুরসভার প্রথম স্মার্ট স্কুল। প্রস্তুতি পর্ব শেষ।রংচঙে কার্টুন আঁকা দেওয়াল, ক্লাসরুমে ছোটা ভীম। বেসরকারি স্কুলের মতোই ঝা চকচকে ক্লাস রুম। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ধাপার প্রাইমারি স্কুলের সত্যিই যেন ভোল বদল।
পুরোনো স্কুলবাড়িতে পড়েছে নানা রঙের প্রলেপ। তৈরি হয়েছে আধুনিক, স্মার্ট ক্লাসরুম। বাচ্চাদের মনভোলানো সরঞ্জামে সজ্জিত প্লে-গ্রাউন্ডও। ধাপার কাছারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এখন পোশাকি নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়।কর্পোরেট সোসাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ফান্ডের টাকায় স্কুলগুলি সংস্কার করা হচ্ছে। লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পৌরসভার প্রাইমারি স্কুল এখন স্মার্ট স্কুল। ধাপার স্কুল দিয়ে শুরু হলেও আরও স্কুলবাড়িকে আধুনিক মানের গড়ে তোলা হবে।
advertisement
advertisement
বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং, ডে এবং ইভিনিং এই তিনটি শিফটে প্রাথমিক স্কুল চলে। হিন্দি বাংলা এবং ওড়িয়া তিনটি ভাষায় শিক্ষাদান করা হয় এই স্কুলে। স্কুলবাড়িগুলি বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ই-লার্নিংয়ের উপর জোর দেওয়া হবে। থাকবে স্মার্ট টিভি।কলকাতা পুরসভার মেয়র পরিষ দ শিক্ষা সন্দীপন সাহা বলেন, প্রাথমিকভাবে লায়ন্স ক্লাবের সহযোগিতায় কলকাতা পৌরসভার ধাপার কাছারিপাড়া প্রাথমিক স্কুলকে স্মার্ট বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। চলতি আর্থিক বছরে এভাবেই বিভিন্ন সংস্থা সহযোগিতা করলে আরও ১০ থেকে ১২ টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে স্মার্ট স্কুলের উপহার দেবে কলকাতা পৌরসভা।
advertisement
যা যা থাকছে এই স্মার্ট স্কুলে---
★কলকাতা পুরসভার প্রথম স্মার্ট স্কুল।
★সিএসআর ফান্ডে আরো ১০ থেকে ১২ টি স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনা।
★প্রাথমিক স্কুলে ই লার্নিং ক্লাস রুম।
★পড়ুয়াদের জন্য প্লে জোন।
★প্রাইমারি স্কুলেও লাইব্রেরি।
★ ক্লাসরুম সহ স্কুলের দেওয়াল জুড়ে নানানচিত্র।
advertisement
★শীতল পানীয় জলের মেশিন।
★নিরাপত্তার নজরদারিতে সিসিটিভি।
ঝা চকচকে পরিকাঠামোই শুধু নয় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে একটি গ্রন্থাগার। আর পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিশুদ্ধ শীতল পানীয় জলের ব্যবস্থা থাকছে স্কুলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরসভার স্কুলে সিসিটিভি, আরও কত কী! ধাপার মাঠের এই স্কুলই এখন পুরসভার প্রথম স্মার্ট স্কুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement