'অর্পিতা কে?', আর পার্থ চট্টোপাধ্যায়...অবশেষে মুখ খুললেন মোনালিসা! তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ssc Scam: জানা গিয়েছে এদিন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলা বিভাগের অধ্যাপিকা মোনালিসা দাস।
#আসানসোল: এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মোনালিসা দাস। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা মোনালিসা দাস। সোমবার সংবাদমাধ্যমকে তিনি একথা জানিয়েছেন।
জানা গিয়েছে এদিন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলা বিভাগের অধ্যাপিকা মোনালিসা দাস। যদিও বিরোধী রাজনৈতিক দলের তরফে মোনালিসা দাসের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলা হয়। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান মোনালিসা দাস।
advertisement
advertisement
মোনালিসা বলেন, ''অর্পিতা মুখোপাধ্যায় বলে কাউকে চিনি না।'' পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে অবশ্য এমন কোনও মন্তব্য করেননি মোনালিসা দাস। পারিবারিক অসুস্থতার কারণে গত কয়েকদিন বিশ্ববিদ্যালয় আসতে পারেননি বলে জানান মোনালিসা দাস।
যদিও তদন্তের গতিপ্রকৃতি দেখে অনেকেই অভিযোগ তোলেন, শান্তিনিকেতনে পার্থ বাবুর সম্পত্তি দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির তরফে অবশ্য অভিযোগ করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত মোনালিসা দাস ইডি রাডারে রয়েছে।
advertisement
২০১৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দেন। এখন তিনি সেই বিভাগের প্রধান। তাঁর নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, মোনালিসার বাড়ি শান্তিনিকেতনে। অভিযোগ তিনি নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যেতেন না। তাঁর নিয়োগে পার্থবাবুর 'বিশেষ ভূমিকা' ছিল বলে অভিযোগ। মোনালিসার নামে ১০টি ফ্ল্যাট রয়েছে।
advertisement
পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে অবশ্য মোনালিসাদেবী আগেই দাবি করেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দফতরে ছিলেন, আমি একজন শিক্ষক। শিক্ষার কাজে কখনও যোগাযোগ হতেই পারে। এর থেকে বেশি কিছু নয়। তিনি আমার গুরুজন। তিনি অভিভাবক, অনেক মান্য ব্য়ক্তি। আমার মতো সাধারণ মানুষের সঙ্গে তাঁর সঙ্গে কেবলই একজন শিক্ষক এবং অভিভাবন সম্পর্ক।
---দীপক শর্মা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 22, 2022 6:57 PM IST