'এসএসসি কাণ্ডে নষ্ট হতে পারে সাক্ষী-প্রমাণ', আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর!

Last Updated:

Ssc Scam: স্কুল সার্ভিস কেলেঙ্কারির দুই ধৃত ছাড়া পেলে সাক্ষী নষ্ট হতে পারে। বিস্ফোরক অভিযোগ সিবিআই আইনজীবীর।

সিবিআই-এর বিস্ফোরক অভিযোগ
সিবিআই-এর বিস্ফোরক অভিযোগ
#কলকাতা: এসএসসি কাণ্ডে গ্রেফতার, সিবিআই হেফাজতে থাকা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহাকে আবার আদালতে তোলা হয়। আদালতে তোলার পর দীর্ঘ সাওয়াল জবাব চলে দুপক্ষের মধ্যে। শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত দীর্ঘ সওয়াল জবাব করার পরেও আদালত পুনরায় দুজনের দুদিনের সিবিআই হেফাজত দেয়।
নির্ধারিত সময় বেলা ১১ঃ১৫ মিনিট নাগাদ সিবিআই দুজনকে আলিপুর আদালতে নিয়ে আসে। আদালতে দুজনের আইনজীবী তাদের সওয়াল শুরু করেন। শান্তি প্রসাদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বিচারকের কাছে জামিনের জন্য আবেদন করে। তিনি বলেন, তার মক্কেল বাগ কমিটির রিপোর্টে সমস্ত কিছু জমা দিয়েছেন। তাদের অযথা হাজতে রেখে হেনস্থা করা হচ্ছে। তারা আবার দুদিন হেফাজতের বিরোধিতা করে। তারা দাবি করেন, সিবিআই উদ্দেশ্য প্রণোদিত ভাবে দুজনকে হেনস্থা করছে।  অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী শ্রীযুক্ত পান্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন বাগ কমিটির রিপোর্টে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহাকে মূল অভিযুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
তিনি অভিযোগ করেন, এই দুজন সাক্ষীদের প্রভাবিত করেছে। এছাড়াও প্রচুর তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। শান্তি প্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহা দুজনে উপদেষ্টা কমিটিতে ছিলেন। তারা উপদেশ দেওয়ার বদলে স্কুলের গ্রুপ সি এবং ডি কর্মীদের নতুন করে অবৈধ ভ্যাকেন্সি তৈরি করে নিয়োগ পত্র দিয়েছিলেন।  ওই দুজন মিলে চেয়ারম্যানের ডিজিটাল সই নকল করে নিয়োগপত্রে দিয়েছিলেন।
advertisement
এছাড়াও অভিযোগ করেন দুজনে সিবিআই-এর তদন্তে একদমই সাহায্য করছেন না। অভিযুক্তদের আইনজীবী বলেন মোট ছয় জন অভিযুক্ত রয়েছে। তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ থেকে আরম্ভ করে কিছুই করছে না। বিচারক সমস্ত কিছু শোনার পর অর্ডার রিজার্ভ রাখেন। অবশেষে দু'জনকে ২৪ শে আগস্ট অবধি আবার সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'এসএসসি কাণ্ডে নষ্ট হতে পারে সাক্ষী-প্রমাণ', আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement