SIR in West Bengal: বাংলায় শুরু এসআইআর! নানা ধোঁয়াশা, উত্তর দেবে কে? সুযোগ দেখেই আসরে কংগ্রেস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
SIR in West Bengal: ২০০২ সালের ভোটার তালিকা কেন শুধু মান্যতা পাবে? প্রশ্ন তুলে আসরে নামল প্রদেশ কংগ্রেস।
কলকাতা: আগামী ৪ নভেম্বর ২০২৫ থেকে রাজ্যে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই উপলক্ষে কংগ্রেস রাজ্যজুড়ে জনসভা, পথসভা ও মিছিলের আয়োজন করে বাংলার মানুষকে সচেতন রাখার উদ্যোগ নিতে চলেছে।
বৈধ নাগরিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই লক্ষে তাঁদের সহযোগিতা করার উদ্দেশে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে দলের সদর দফতর, জেলা অফিস এবং ব্লক অফিসগুলিতে হেল্পডেস্ক চালু হতে চলেছে আগামা ৩ নভেম্বর’২৫ থেকে।
আরও পড়ুন: প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিল মামলায় বড় মোড়, আদালতে পাঁচ প্রশ্নবাণ পর্ষদকে! এস বাসু রায় কোম্পানির ভূমিকা নিয়ে তোলপাড়
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, ‘সহ-নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে, বিভ্রান্তি কাটিয়ে নিজের ভোটাধিকার সুনিশ্চিত রাখুন। এটা বাংলার ভোটার তথা অধিবাসীদের প্রতি আমাদের অঙ্গীকার।’ এদিন রাজ্য সভাপতি আরও বলেন, ‘প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, কেন তারা অযথা দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করছে? এবং প্রদেশ কংগ্রেসের এটাও দাবি কমিশন তার সময়সীমা আরও একটু বাড়ালে সাধারণ মানুষের পক্ষে তা সহায়ক হবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে
এটাও একটা বড় প্রশ্ন ২০০২ সালের ভোটার তালিকা কেন শুধু মান্যতা পাবে? শুভঙ্কর সরকার বলেন, ‘আমাদের দাবি ২০০২-এর পরের হয়ে যাওয়া ভোটার তালিকাও একই ভাবে মান্যতা কেন পাবে না? একটি মৃত্যু হয়েছে আর যেন এমন পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সাবধান করছি আমরা।’ শুভঙ্কর সরকার আরও বলেন, ‘সকল বঙ্গবাসীর কাছে অনুরোধ আসুন সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করি এবং SIR- এর মাধ্যমে রচিত যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা দৃঢ়ভাবে প্রতিহত করি।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 6:55 PM IST

