অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্ত! সাবধানী পর্ষদ, প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ একটি ঘর
- Published by:Suman Majumder
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Adenovirus: বৃহস্পতিবার থেকে মাধ্যমিক। তার আগে রাজ্যে অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্ত রাজ্যে।
কলকাতা: রাজ্যে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করে বলা হয়েছে যাতে সর্দি কাশি কিংবা জ্বর নিয়ে স্কুলে না যায়।
তবে বৃহষ্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজ্যের সকল মাধ্যমিক পরীক্ষার্থী যাতে সুস্থভাবে মাধ্যমিক দিতে পারে সেই ব্যবস্থা করতে সাবধানী ভূমিকা মধ্যশিক্ষা পর্ষদের।
পর্ষদ সূত্রে খবর, সরকারের তরফে অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্য যা যা নির্দেশ দেওয়া হয়েছে, তা মেনেই পরীক্ষা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
আরও পড়ুন- ‘দুর্নীতি-সহ একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতেই বিধানসভায় বঙ্গভঙ্গ প্রস্তাব...’
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তে পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সবরকম সতর্কতা গ্রহণ করতে চলেছে পর্ষদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকতে চলেছে "সিক রুম"।
advertisement
পরীক্ষা দিতে এসে ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই কারণেই এই সিক রুমের ব্যবস্থা থাকছে সব পরীক্ষা কেন্দ্রেই।
সব কটি ভেন্যুতেই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো থাকবে বলে জানা গিয়েছে পর্ষদ সুত্রে। যেভাবে জ্বর বা অসুস্থতা দেখা যাচ্ছে, তার জেরেই এই বাড়তি ব্যবস্থা বলে জানান রামানুজ গঙ্গোপাধ্যায়।
advertisement
মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করা হয়।
মে-র শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে, জানায় পর্ষদ। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ছাড়াও পরীক্ষার আগে অন্য সব ব্যবস্থাই খতিয়ে দেখা হয়েছে পর্ষদের তরফে। এখনও পর্যন্ত কোনও ত্রুটি নেই বলেই জানানো হয়েছে।
advertisement
জরুরি ক্ষেত্রে যারা দেরিতে অ্যাডমিট-এর দরখাস্ত করেছিলেন, সেই রকম প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। অন্যান্য সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। সিসিটিভি লাগানো হবে সমস্ত পরীক্ষা কেন্দ্রে।
আরও পড়ুন- মেট্রোর নতুন চমক দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, বনগাঁ থেকে দমদম বিপুল লাভ যাত্রীদের
পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যেই ২৭৯৫ টি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি লাগানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। যেখানে হয়নি সেখানও তড়িঘড়ি সিসিটিভি লাগানোর কাজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 5:09 PM IST