Kolkata Metro: মেট্রোর নতুন চমক দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, বনগাঁ থেকে দমদম বিপুল লাভ যাত্রীদের
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Kolkata Metro: কলকাতা শহরের মেট্রোর পরিষেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন।
দমদম: কলকাতা মেট্রো লাইনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন। গত রবিবার কলকাতা মেট্রোর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, কলকাতা শহরের মেট্রোর পরিষেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন।
এই মেট্রো স্টেশনের গা ঘেঁষেই রয়েছে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ফলে প্রতিদিন হাসনাবাদ, বনগাঁ (মধ্যবর্তী হাবরা, টাকি এবং বারাসত হয়ে) প্রচুর লোকাল ট্রেন এই স্টেশনে আসে। এখন মেট্রো রেল ধরার জন্য বেশিরভাগ যাত্রীকেই দমদম জং স্টেশনে নামতে হয়। কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো রেল পরিষেবা শুরু হলে, তখন যাত্রীদের বিরাট সুবিধা হবে। নতুন করে আর দমদম জং স্টেশনে যেতে হবে না। চাপ কমবে দমদম জং স্টেশনেরও।
advertisement
দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো নোয়াপাড়া যাবে। সেখানে থেকে দক্ষিণেশ্বর এবং দমদম লাইন দুই দিকেই মেট্রোতে যাওয়া যাবে। এর পাশাপাশি বারাসত থেকে বিমানবন্দর মেট্রোর লাইনের কাজ দ্রুত গতিতে চলছে। নিউ ব্যারাকপুর পর্যন্ত কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
বিমানবন্দর থেকে মেট্রো সরাসরি মিলিত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ফলে বিমানবন্দর থেকে আসা যাত্রীদের এক্ষেত্রে বিপুল লাভ হবে। কোনও যাত্রী যদি বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা যেতে চান, তাহলে তিনি মেট্রো ধরে সরাসরি দমদম ক্যান্টেনমেন্ট হয়ে নোয়াপাড়া, দমদম লাইনে মেট্রোতে দক্ষিণ কলকাতার গন্তব্য স্টেশনে পৌঁছে যেতে পারবেন।
advertisement
বর্তমানে দমদম ক্যান্টনমেন্টের মেট্রো রেল স্টেশন এবং লাইনের কাজ দ্রুত গতিতে চলছে। সেখানে গেলেই দেখা যাবে, অধিকাংশ কাজ প্রায় শেষের দিকে।
advertisement
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের আশা, ২০৩৫ সালের মধ্যে প্রতিদিন ৬৬ হাজার মানুষ যাতায়াত করবেন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন দিয়ে। এই মেট্রো স্টেশনে থাকছে ৬টি চলন্ত সিঁড়ি, তিনটি লিফ্ট, সাতটি সিঁড়ি। তবে কবে থেকে এই মেট্রো স্টেশনের পরিষেবা শুরু হবে সেই সম্পর্কে এখনও জানানো হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 8:46 AM IST