Metro Rail Kolkata: রুবি থেকে কবি সুভাষ, এ মাসেই ছুটবে যাত্রীবাহী মেট্রো? বড় খবর পাওয়া গেল রেল সূত্রে

Last Updated:

Metro Rail Kolkata: কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) মেট্রো স্টেশনের মধ্যে মোট ৫ টি স্টেশনকে চালু করা হতে চলেছে।

মেট্রো রেল কলকাতা
মেট্রো রেল কলকাতা
কলকাতা: যাত্রী পরিষেবা শুরু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের প্রথম পাঁচটি স্টেশন। গত মাসের ৩০ তারিখ কলকাতা মেট্রোর লাইন ৬ (অরেঞ্জ লাইন) এর প্রথম দফার অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সেকশনের ইন্সপেকশন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি, শ্রী শুভময় মিত্রের নেতৃত্বে এই ইন্সপেকশন সংঘটিত হয়েছিল।
গত বছরের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ থেকে ট্রায়াল রান শুরু করা হয়েছিল এই লাইনে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়(রুবি মোড়) মেট্রো স্টেশনের মধ্যে মোট ৫ টি স্টেশনকে চালু করা হতে চলেছে। প্রাথমিক দফায় আপাতত এই প্রথম সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথে কোনো সিগনালিং ব্যবস্থা না থাকার জন্য জোকা তারাতলা লাইনের মতই "ওয়ান রেক সার্ভিস" চলবে। একটি রেকই যাতায়াত করবে রুবি থেকে কবি সুভাষের মধ্যে। একবার কবি সুভাষ থেকে ছেড়ে রুবী পৌঁছে ফের রুবি থেকে কবি সুভাষ ফিরবে ওই রেকটি।
advertisement
advertisement
যাত্রী সুরক্ষা নিরীক্ষণের শেষ ধাপ সিআরএস ইনস্পেকশনে ছাড়পত্র হাতে চলে আসায় এবার কার্যত যাত্রী পরিষেবা শুরু করতে আর কোন বাধা রইল না কলকাতা মেট্রোর সামনে। তবে কলকাতা মেট্রো সূত্রে খবর আরও এক সপ্তাহ সময় লাগবে স্টেশন গুলিকে একেবারে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত করে তুলতে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলোকে দেখা ছাড়াও এই এক সপ্তাহ  "ইন্টিগ্রেটেড টিকেটিং সার্ভিসের" বিষয়টি সুনিশ্চিত করবে কলকাতা মেট্রো। একই টোকেন, কিংবা স্মার্ট কার্ড কে একবারই পাঞ্চ করে এখন চালু থাকা ব্লু লাইন মেট্রোর সাথে অরেঞ্জ লাইন মেট্রো যাতে যাত্রী বিনিময় করতে পারে সেই ব্যবস্থা করবে মেট্রো।
advertisement
অর্থাৎ কেউ দক্ষিণেশ্বর থেকে চাইলে একই টোকেন নিয়ে রুবি পর্যন্ত যাত্রা করতে পারবে। সে ক্ষেত্রে কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিবর্তন করতে হলেও টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করার প্রয়োজন পড়বে না। তবে এই ইন্টিগ্রেটেড টিকেটিং এ ক্ষেত্রে ভাড়ার কাঠামো কি হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি মেট্রোর তরফে। তবে এক সপ্তাহের মধ্যেই মেট্রো রেল প্রস্তুত হলেও তার পরেও তাদের নির্ভর করতে হবে রেল বোর্ডের অনুমোদিত উদ্বোধনের তারিখের দিকে। তবে রেল সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই পরিষেবা চালু করতে চায় মেট্রো রেলওয়ে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Rail Kolkata: রুবি থেকে কবি সুভাষ, এ মাসেই ছুটবে যাত্রীবাহী মেট্রো? বড় খবর পাওয়া গেল রেল সূত্রে
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement