#কলকাতা: ব্যাঙ্কের লকার থেকে উধাও অন্তত ২৫ লক্ষ টাকার গহনা। ছেলের বিয়ের আগে পারিবারিক গহনা খুইয়ে আতান্তরে আগরওয়াল পরিবার। গহনা উধাও হওয়ার দায় নিতে নারাজ ব্যাঙ্ক। গহনা ফেরত পেতে পুলিশ থেকে রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ আগরওয়াল পরিবার। প্রশ্নের মুখে বেসরকারি ব্যাঙ্কের ভূমিকা।
২৫ বছর ধরে ব্যাঙ্কের লকারে রাখা গহনা হঠাৎই উধাও। ছেলের বিয়ের আগে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে আহমেদাবাদ নিবাসী আগরওয়াল পরিবারের। বিয়ের ব্যস্ততা ভুলে লালবাজার থেকে রিজার্ভ ব্যাঙ্কে ছোটাছুটি করছেন পরিবারের সদস্যরা। ফাঁকা হয়ে গিয়েছে লকারে রাখা সবকিছুই।
কিভাবে উধাও হল গহনা? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
১৯৯২ সালে বড়বাজারের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন মঞ্জু আগরওয়াল পরে সেই ব্যাঙ্ক অন্য একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে মিশে যায় নিয়মিত কলকাতায় এসে লকারের গহনা পরীক্ষা করতেন মঞ্জু ৭ নভেম্বর বকেয়া টাকা মিটিয়ে লকার বন্ধের আবেদন করেন মঞ্জু পরদিন ব্যাঙ্কের সম্মতি নিয়েই গহনা তুলে নিতে লকারে ঢোকেন
তখনই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। লকার খালি। উধাও যাবতীয় গহনা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও লাভ হয়নি।
ব্যাঙ্কের বক্তব্য লকারে রাখা সবকিছুর দায় লকার মালিকের। ব্যাঙ্কের এব্যাপারে কোনও ভূমিকা নেই। চুক্তিতেও এই শর্ত রয়েছে।
পুলিশ তদন্তে নেমে রেজিষ্ট্রার ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। তবে রহস্য উদঘাটন হয়নি।
লকারের ভাড়া আদায় করলেও নিরাপত্তা নিয়ে কেন দায় এড়াবে ব্যাঙ্ক? আরও একবার সেই প্রশ্ন উঠছে।