KIFF-এর মঞ্চে অমিতাভকে 'ন্যাশনাল আইকন' বললেন বন্ধু শত্রুঘ্ন সিনহা
- Published by:Aryama Das
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মঞ্চে দেখা দুই বন্ধু অমিতাভ-শত্রুঘ্নর। অমিতাভের প্রশংসায় ভরিয়ে দিলেন শত্রুঘ্ন৷
#কলকাতা: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট। উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী থেকে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শত্রুঘ্ন সিনহার এখন বাংলার সঙ্গে যোগ নিবিড়। আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। বলিউডে তাঁকে এক কথায় চেনা যায়, 'খামোশ' বললেই। চলচ্চিত্র উৎসবের মঞ্চে বক্তৃতা দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান৷
advertisement
advertisement
সাংসদ-অভিনেতা মঞ্চে উঠে জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আমার কাছের বন্ধু এবং ভারতের অন্যতম কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে মঞ্চ শেয়ার করেই খুশি হয়েছি। এখানেই শেষ নয়, মঞ্চে আছে আমার কাছের সহকর্মী-পারিবারিক বন্ধু জয়া বচ্চন।" তবে এখানেই শেষ নয়৷ তিনি আরও বলেন, "আপনাদের বেশি সময় নেব না। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজ থেকে ভারতের সকলে অমিতাভ বচ্চনকে সবথেকে লম্বা স্টার নয়, এবার চিনবে ন্যাশনাল আইকন হিসেবে।"
advertisement
মঞ্চে দেখা দুই বন্ধু অমিতাভ-শত্রুঘ্নর। অমিতাভের প্রশংসায় ভরিয়ে দিলেন শত্রুঘ্ন৷
প্রসঙ্গত, ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খানের পা পড়তেই দর্শকাসনে উল্লাসধ্বনি! কালো স্যুটে বাদশা এবং রানি মুখোপাধ্যায়ের প্রবেশে যেন KIFF-এর মঞ্চ আরও ঝলমল করে উঠল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 7:45 PM IST