শানু থেকে অরিজিৎ! একই মঞ্চে শাহরুখের দুই প্রজন্মের কণ্ঠকে স্যালুট খোদ বাদশার

Last Updated:

শাহরুখের সিনেমার গানে মঞ্চ তোলপাড়। একই মঞ্চে কিং খানের দুই প্রজন্মের গান।

#কলকাতা: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী থেকে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শাহরুখের সিনেমার গানে মঞ্চ তোলপাড়। একই মঞ্চে কিং খানের দুই প্রজন্মের গান। কুমার শানুর গলায় 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম...' এবং অরিজিৎ সিং গাইলেন 'রঙ দে তু মোহে গেরুয়া...'। KIFF-এর মঞ্চ থেকে দুই শিল্পীর দুই গান শুনে আবেগে ভাসলেন কিং খান।
advertisement
advertisement
প্রসঙ্গত, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে অরিজিৎ সিং-এর পা পড়তেই হৈহৈ করে কেঁপে উঠল মঞ্চ। মঞ্চে দাঁড়িয়ে দর্শককে হলমুখী হতে বলেছেন বারংবার। তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
মুখ্যমন্ত্রীর আবদারে এই মঞ্চ থেকেই গান গাইলেন "বোঝেনা সে বোঝেনা"৷ পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মুখে যেন খুশীর ঝলক৷ বোঝেনা সে বোঝেনা থেকে চলে গেলেন রং দে তু মোহে গেরুয়া... শাহরুখের চোখে-মুখে খুশির ঝলকানি৷ হাততালি দিয়ে অভিনন্দন জানালেন কিং খান৷
advertisement
২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খানের পা পড়তেই দর্শকাসনে উল্লাসধ্বনি! কালো স্যুটে বাদশা এবং রানি মুখোপাধ্যায়ের প্রবেশে যেন KIFF-এর মঞ্চ আরও ঝলমল করে উঠল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শানু থেকে অরিজিৎ! একই মঞ্চে শাহরুখের দুই প্রজন্মের কণ্ঠকে স্যালুট খোদ বাদশার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement