একটা গান প্লিজ! মুখ্যমন্ত্রীর আবদারে KIFF-এর মঞ্চ থেকে গান গাইলেন অরিজিৎ সিং
- Published by:Aryama Das
Last Updated:
Arijt Singh : অরিজিৎ সিং-এর গানে ভাসল নেজাজি ইনডোরের মঞ্চ
#কলকাতা: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়ও৷
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে অরিজিৎ সিং-এর পা পড়তেই হৈ হৈ করে কেঁপে উঠল মঞ্চ। মঞ্চে দাঁড়িয়ে দর্শককে হলমুখী হতে বলেছেন বারম্বার। তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
মুখ্যমন্ত্রীর আবদারে এই মঞ্চ থেকেই গান গাইলেন "বোঝেনা সে বোঝেনা"৷ পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মুখে যেন খুশীর ঝলক৷ বোঝেনা সে বোঝেনা থেকে চলে গেলেন রং দে তু মোহে গেরুয়া... শাহরুখের চোখে-মুখে খুশির ঝলকানি৷ হাততালি দিয়ে অভিনন্দন জানালেন কিং খান৷
advertisement
প্রসঙ্গত, শাহরুখ খানকে সম্মানিত করেছেন কলকাতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চনকে দেব, অরিজিৎ সিং-এর গানে ভাসল নেজাজি ইনডোরের মঞ্চ৷
আরও পড়ুুন : শতরূপ-পহেলির বিয়ের দশ দিন! টলিউড থেকে রাজনীতি, বিয়ের ভিডিওতে চাঁদের হাট... কে কে রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়?
advertisement
২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খানের পা পড়তেই দর্শকাসনে উল্লাসধ্বনি! কালো স্যুটে বাদশা এবং রানি মুখোপাধ্যায়ের প্রবেশে যেন KIFF-এর মঞ্চ আরও ঝলমল করে উঠল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 6:32 PM IST