Shantanu Thakur: ভোটের আগেই বিস্ফোরণ! শান্তনুর বিরুদ্ধে কোটি-কোটি টাকার দুর্নীতির অভিযোগ! আসরে মমতাবালা

Last Updated:

Shantanu Thakur: মমতাবালা ঠাকুর বলেন, ''দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। তার স্ত্রী ঠাকুর বাড়ির কাছে মাতৃ সেনা নামে প্রচুর টাকা দিয়ে জমি কিনেছে।''

শান্তনুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মমতাবালার
শান্তনুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মমতাবালার
কলকাতা: লোকসভা ভোটের আগেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। মতুয়া সমাজের নাম নিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মমতার অভিযোগ, ১ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা তুলেছেন শান্তনু ঠাকুর। এমন অভিযোগকে সামনে রেখেই সোমবার সাংবাদিক সম্মেলন করলেন মমতাবালা ঠাকুর।
তিনি বলেন, ”দুর্নীতির সঙ্গে যুক্ত শান্তনু ঠাকুর। তার স্ত্রী ঠাকুর বাড়ির কাছে মাতৃ সেনা নামে প্রচুর টাকা দিয়ে জমি কিনেছে। ঠাকুর বাড়িতে বিল্ডিং তৈরি হচ্ছে। তাদের আত্মীয় স্বজনের নামে জমি সম্পত্তি কেনা হয়েছে। কল্যাণী এইমস- এ বিভিন্ন লোককে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে আবেদন জানাব, এ বিষয়ে তদন্ত করা হোক।”
advertisement
advertisement
যদিও মমতাবালার সংযোজন, ”রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের প্রতি আমার ভরসা আছে। রাজ্যে সর্বত্র ইডি-সিবিআই তদন্ত করছে, কিন্তু তারই মন্ত্রীর ক্ষেত্রে এরকম দুর্নীতি কেন, সে ক্ষেত্রে কেন ইডি সিবিআই তদন্ত হবে না।”
advertisement
অন্যদিকে তিনি জানান, ”এর প্রতিবাদ আমরা বহুবার আগেও করেছি। আমার স্বামীর প্রতি বরাবর অত্যাচার করা হয়েছে ২০১৪ সালের পর থেকে। এর প্রতিবাদ আমি করে যাচ্ছি। অল ইন্ডিয়া মতুয়া সমাজের সংগঠনেও দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত শান্তনু ঠাকুর।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shantanu Thakur: ভোটের আগেই বিস্ফোরণ! শান্তনুর বিরুদ্ধে কোটি-কোটি টাকার দুর্নীতির অভিযোগ! আসরে মমতাবালা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement